নিজস্ব প্রতিনিধিঃ
গত সোমবার কুমিল্লা হয়ে নোয়াখালী যাওয়ার পথে গান্ধী আশ্রম ট্রাস্ট এর পরিচালক নব কুমার রাহা কুমিল্লার গান্ধী আশ্রম ট্রাস্ট পরিচালিত অভয় আশ্রম পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় সাথে ছিলেন গান্ধি আশ্রম ট্রাষ্ট এর প্রশাসনিক কর্মকতা শংকর বিকাশ পাল,মনিটরিং কর্মকতা খায়রুজ্জামান খোকন,সমন্বয় কর্মকতা অসীম বকসী।এই সময় উপস্থিত ছিলেন কুমিল্লা অভয় আশ্রম এর উপদেষ্টা চন্দন কুমার রায়,অধ্যক্ষ তাপস বকসী, দিপ্তী রায় চন্দন , গান্ধী আশ্রম ট্রাষ্টের কুমিল্লা প্রতিনিধি গনেশ পাল,সাপ্তাহিক স্বদেশ জার্নাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক নয়ন দেওয়ানজি প্রমুখ।ট্রাষ্ট পরিচালক নব কুমার রাহা গান্ধী আশ্রম ট্রাস্ট পরিচালিত কুমিল্লা অভয় আশ্রম মার্কেটের সকল দোকান ভাড়াটিদের সাথে মত বিনিময় করেন।মতবিনিময় শেষে উপস্থিত সকলের সম্মতি ক্রমে অভয় আশ্রম নিজস্ব পুকুর ও নারিকেল গাছ ১ বছরের জন্য রাজীব সাহা নামের এক ব্যাক্তির নিকট লিজ প্রদান করা হয়। কুমিল্লা অভয় আশ্রম পরিদর্শন শেষে চৌয়ারায় অবস্থিত গান্ধী আশ্রম ট্রাষ্ট এর খুদ্র ঋন কর্মসূচি কার্যক্রম পরিদর্শন করেন।ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিদর্শন শেষে নোয়াখালীর উদ্দেশ্যে কুমিল্লা ত্যাগ করেন তিনি।
উল্লেখ্য গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উনিশত পঁচাত্তর সালের রাষ্টীয় অধ্যাদেশ বলে প্রতিষ্ঠিত গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ধীন গান্ধী আশ্রম ট্রাষ্ট কে 2002 সালে তৎকালীন কুমিল্লা অভয় আশ্রম পরিচালনা কমিটির সভাপতি সাবেক ডেপুটি এটর্নি জেনারেল ব্যারিস্টার নিখিলেশ দত্ত কমিটির সকল সদস্যের সম্মতিক্রমে কুমিল্লা অভয় আশ্রম পরিচালনার, দেখভালের ও উন্নয়নের সহ অভয় আশ্রম রক্ষার যাবতীয় সকল দায়িত্ব বাংলাদেশ গান্ধী আশ্রম ট্রাষ্ট কে প্রদান করে। গান্ধী আশ্রম ট্রাষ্ট দায়িত্ব নেওয়ার পর কুমিল্লা অভয় আশ্রমের ব্যাপক উন্নয়ন করেছে এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উন্নয়ন করে যাচ্ছে।
বর্তমানে বাংলাদেশ গান্ধী আশ্রম ট্রাস্ট এর সভাপতির দায়িত্বে আছেন বিচারপতি সৌমেন্দ্র সরকার,ট্রাষ্টি হিসেবে আছেন নোয়াখালীর জেলা প্রশাসক , স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার বাংলাদেশ কান্ট্রি হেড,সোনাইমুড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তা, অ্যাডভোকেট মো.মিছবাহ উদ্দিন সিরাজ, অধ্যাপক ডা.কামরুল হাসান এবং ট্রাষ্টি সচিব এর দায়িত্বে আছেন বাবু কৃষ্ণ দাস গুপ্ত।
Leave a Reply