নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা সিটি কর্পোরেশন ৫ জনসহ করোনায় আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় ৫৪৪ জনের করোনা পজিটিভ এসেছে । রোববার ( ৮ আগস্ট) সাড়ে ৫ টায় কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ১৬ জনের মধ্যে এর মধ্যে সিটিতে ৫, চৌদগ্রামে ২,মনোহরগঞ্জে ২,বরুড়া ২,দেবিদ্বার ২ জনসহ বুড়িচং,সদর,দাউদকান্দিতে একজন করে মারা গেছেন । নিহতদের বয়স ২৭ থেকে ৯৬ বছরের মধ্যে । কুমিল্লায় সর্বমোট ৩৪ হাজার ২৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এই পর্যন্ত মারা গেছেন ৮০৭ জন।
কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, করোনা নমুনা পরীক্ষা বেশি হচ্ছে তাই আক্রান্ত সংখ্যা বাড়ছে । রোগীর অবস্থা খারাপ হলে স্বজনরা হসপিটালে আনছে, তখন আমাদের কিছুই করার থাকে না । তাই কুমিল্লায় মৃত্যু হার কমানো যাচ্ছে না । বর্তমানে সাধারণ মানুষ টিকা নিতে আগ্রহী। বিগত কয়েকদিনে কুমিল্লা জুড়ে লক্ষাধিক মানুষকে টিকা প্রদান করা হয়েছে।
গত ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১১৯ জন, আদর্শ সদরের ২৪, সদর দক্ষিণের ৮, বুড়িচংয়ের ৩৮, ব্রাহ্মণপাড়ার ১৯ জন রয়েছেন। এছাড়া চান্দিনার ১৪ জন, চৌদ্দগ্রামের ৩৩, দেবিদ্বারের ৩০, দাউদকান্দির ৬৯, লাকসামের ১৬, লালমাইয়ের ৯, নাঙ্গলকোটের ৪২, বরুড়ার ৩২ , মনোহরগঞ্জের ২৩, মুরাদনগরের ৪, মেঘনার ২০ ও তিতাসে ১, হোমনা ৪৩ জন রয়েছেন।
Leave a Reply