প্রেস বিজ্ঞপ্তি:
৩ মার্চ ২০২১ বুধবার জাগো কুমিল্লা সংবাদ মাধ্যমে ‘কুমিল্লায় অসহায় গ্রাহকদের পথের ভিখারী করে কোটিপতি শাহাদাৎ ও কালাম “। প্রতিবাদ লিপিতে কুমিল্লার বরুড়ার পেরপেটি নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহাদাত হোসেন ও শাকপুর নিবাসী আবুল কালাম পাটোয়ারী বলেছেন, সংবাদে যেসব অভিযোগ উল্লেখ করা হয়েছে এগুলো সব কাল্পনিক মিথ্যায় ভরা। এ ধরনের আর্থিক লেনদেনে ব্যক্তিগত ভাবে আমরা কখনও জড়িত ছিলাম না। একটি স্বার্থান্বেষী মহল আমাদের বিরুদ্ধে পরিকল্পিত ভাবে মিথ্যা প্রচার করছে। সানলাইফ বিজনেস লি: নামে আমাদের কোন প্রতিষ্ঠান নেই।
সংবাদে মোহাম্মদ শাহাদাত হোসেনকে সানফ্লাওয়ার কো-অপারেটিভ সোসাইটি লি: এর চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক বলা হয়েছে প্রকৃত পক্ষে শাহাদাত হোসেন অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। আবুল কালাম পাটোয়ারিও অত্র প্রতিষ্ঠানের এমডি নয় বলে তারা উল্লেখ করেন। আবুল কালাম পাটোয়ারি সানফ্লাওয়ার এর ২৬ জন পরিচালকের একজন পরিচালক মাত্র। যৌথ প্রতিবাদ লিপিতে তারা কাল্পনিক বক্তব্য দিয়ে সংবাদ পরিবেশনের জন্য তীব্র প্রতিবাদ জানান।
তারা আরো বলেন, শত শত গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করা হলেও এখানে একমাত্র মোবারক হোসেন নামে একজনের নাম উল্লেখ করা হয়েছে। কে বা কারা কোটি কোটি টাকা সানফ্লাওয়ার বা আমাদের কাছে পাবেন তাদের নাম-ঠিকানা সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। এ ধরনের মিথ্যাচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট পত্রিকা এবং অনলাইন মিডিয়ার কর্তৃপক্ষকে তারা অনুরোধ জানান।
মোঃ আবুল কালাম পাটোয়ারী ও মোঃ শাহাদাত হোসেন যৌথ বিবৃতিতে আরও বলেন, সানফ্লাওয়ার কো-অপারেটিভ লিমিটেডের সাথে কাজ করে প্রতারিত হয়ে কে, কোথায়, কবে, কখন মারা গেছেন তার সুস্পষ্ট কোনো কিছুই উল্লেখ করা হয়নি। এমনকি কোন নারীর সংসার ভেঙেছে বা কাদের ডিভোর্স হয়েছে এসব বিষয়ে সুস্পষ্টভাবে কিছু বলা হয়নি। এ ধরনের মিথ্যা ও কাল্পনিক সংবাদ পরিবেশন না করার জন্য তারা আহবান জানান।
মোঃ শাহাদাত হোসেন ও আবুল কালাম পাটোয়ারী প্রতিবাদ লিপিতে বলেন, আমরা সানফ্লাওয়ার কোম্পানির দুইজন পরিচালক মাত্র। এখানে আরো ২৪ জন পরিচালক রয়েছেন। ওইসকল পরিচালকবৃন্দ গ্রাহকদের সাথে আর্থিক লেনদেনের বিষয়ে সমন্বয় করেছেন। যে ২/৪ জন এখনো টাকা পাবেন সানফ্লাওয়ার’র কাছে তাদের সাথেও কথাবার্তা এবং সমন্বয় করা হচ্ছে। জমি দিয়ে অথবা আর্থিকভাবে তাদের পাওনা বুঝিয়ে দেয়ার ব্যাপারে কথাবার্তা আলাপ-আলোচনাও হয়েছে সানফ্লাওয়ার কর্তৃপক্ষের সাথে। তাছাড়া সানফ্লাওয়ার কর্তৃপক্ষের সাথে গ্রাহকদের সব সময় সুস্পর্ক, যোগাযোগ ছিলো এবং আছে।আসল কথা হচ্ছে ২/১ জন ব্যক্তি আমাদের ব্যবসার সুনামক্ষুন্ন করতে এবং আমাদেরকে চাপে রাখার কৌশল হিসেবে অভিযোগকারীরা সংবাদমাধ্যমে মিথ্যা তথ্য দিয়েছে।
প্রতিবেদকের বক্তব্য : সংবাদটিতে স্থানীয় ভুক্তভোগীদের বক্তব্য, অভিযোগের কপি, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ও বিভিন্ন তথ্য-প্রমাণের ভিত্তিতে করা হয়েছে। এখানে কাউকে ছোট করার জন্য বা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে প্রতিবেদনটি করা হয়নি বা প্রতিবেদকের নিজস্ব মতামতের ভিত্তিতে করা হয়নি।
Leave a Reply