অনলাইন ডেস্ক:
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) লটারির ড্র শনিবার বাফুফে ভবনে অনুষ্ঠিত হয়েছে। এতে ঢাকায় ১টি ফ্ল্যাট বাড়ি বা ৩০ লাখ টাকার প্রথম পুরস্কার জিতেছে চ ৬৪১৮১০ নম্বরটি।
লটারি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. নুরুন্নবী। প্রধান অতিথি ছিলেন বাফুফের সিনিয়র সহসভাপতি ও বাফুফে জাতীয় লটারি কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী। সহযোগিতা করেন বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মো. রফিকুল ইসলাম ও তাঁর সহযোগীরা।
৫ লাখ টাকা মূল্যের দ্বিতীয় পুরস্কার জিতেছে ঙ ২৬৭৭৭৩। ২ লাখ টাকার তৃতীয় পুরস্কার পেয়েছে ঘ ২৬১২৯৯। ১০ হাজার টাকার চতুর্থ পুরস্কার পাঁচটি নম্বর চ ৬৬০৯২৪, খ ১২৯০০৯, ঝ ৩৮৩৫৩৫, ঝ ৯১৭১৭০, ঞ ১৩৪৬১৩। ৫ হাজার টাকা মূল্যের পঞ্চম পুরস্কার পাওয়া ছয়টি নম্বর ক ১২৮৬১৭, জ ২৭৫০০৩, ছ ৬৪৩৮৩৯, ক ১১৯২৭১, ঝ ৯৭২১৮১, ক ১০৬০৭১।
এ ছাড়া ষষ্ঠ পুরস্কার ২ হাজার টাকা মূল্যের ৬১০টি (‘ক’ থেকে ‘ঞ’ পর্যন্ত সব সিরিজের জন্য প্রযোজ্য) পুরস্কারের নম্বর: ৩২৮৭৩৩, ১২৮৫১৪, ৫৪৩০২৪, ৯২৬৫০৫, ১২০১১৯, ৫৩৩৯৬৫, ৫৬২৪০৯, ৫০৯৯৬৫, ৬৫৩৮৯৩, ৭২৯৬০৩, ৫৩৭৫৯৩, ২৬১৩৮০, ৯৭২৪৫৪, ৯৭৬৯০৫, ১৩১৪৮৬, ৬৮৯৭৯১, ১৪৯৫০০, ৪৯৫১৯২, ৩২৬১৭৩, ২৭২১১১, ১৫০৪৪৪, ৬৯৬৪৫৬, ৯৩৭৭২৪, ৪৯৮০৭০, ৯৭৭৭৫৭, ৫৬১৩৬৩, ৩৭৮৩৩৮, ৫৫৯৯৮৮, ২৬২৮৮৩, ১২১৮৩৪, ৫৫১৬৬৮, ৬৫৮৫৭৩, ২৭১৮২৫, ৬৬২২৭২, ১২১৪৭০, ২৭৩৯০৫, ৯৭৩৯৩৪, ৪৯৭৪০৪, ৫৬৬৩৫২, ৮৫২৩৯০, ৩৬২২৫৭, ১২৭৬০৭, ৫৫৯৫৯৮, ৫৪৬৯৫৬, ৫৫৬৩৬৫, ৩৬৬০৮৬, ১৪৫১৩৪, ৪৯৫৯৭৮, ৯৩০২৪০, ৫৫৩৮২৫, ৫২৩৩৬১, ৫৫৩৯৪৫, ৫০১৭৭৩, ৯৩৪১০৪, ৯৭২৭৩১, ৯৭৪৩৮৩, ৪৯২৮৮৫, ৩১১৭৩৩, ৫৫৭৭২৭, ৩৬০২২০, ৩৭৭৯৫৮। বিজ্ঞপ্তি
Leave a Reply