নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবের রিয়াদ শহরে সন্ত্রাসী হামলায় সেলিম সজীব নামে এক বাংলাদেশি প্রবাসী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
৪ এপ্রিল, স্থানীয় সময় বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় পুলিশ রক্তাক্ত জখম অবস্থায় আহত সাংবাদিককে উদ্ধার করেন।
আহত সেলিম সজীব কুমিল্লার মনোহরগন্জ উপজেলার বাসিন্দা। তিনি কুমিল্লার স্থানীয় একটি দৈনিক পত্রিকায় ডেস্ক ইনচার্জ ছিলেন। পরে সৌদি আরব গমন করেন।
সোমবার দিবাগত রাতে ওই রিয়াদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপূর্বে ওইদিন সন্ধ্যায় হামলার ঘটনাটি ঘটেছে রিয়াদ আল জনদরিয়া লিভিরিকা কফি শফ এর সামনে । সিসি টিভি ফুটেজ এ আসামিদের সনাক্ত করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন আহত প্রবাসী সেলিম সজীব। তিনি জানান, এ বিষয়ে মামলা হয়েছে। আমাকে মারধর করে সাথে থাকা দুই হাজার রিয়াল এবং মোবাইল নিয়ে যায় সন্ত্রাসীরা।
Leave a Reply