প্রেস বিজ্ঞপ্তি:
সড়ক দুর্ঘটনায় নিহত বংশীবাদক মনির এর পরিবার কে ব্যক্তিগত তহবিল থেকে ১ লাখ টাকা প্রদান করেছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য, মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।৷ এ সময় আহত পেড বাদক বোরহান এর উন্নত চিকিৎসার সকল ব্যায়ভারের দায়িত্ব নিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় রামঘাট এলাকার মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে এ সহায়তা প্রদান করা হয়।
Rhythmscape স্টুডিও এর কর্নধার কিশোর কান্তি দে কিষাণ বলেন, কুমিল্লার গণ মানুষের নেতা হাজী আ,ক,ম বাহাউদ্দিন বাহার এম,পি মহোদয় আবারও প্রমানিত হলো তিনি আমাদের অবিভাবক আমাদের শিল্পী ও মিউজিশিয়ানসদের জন্য সব সময় সব অবস্থায় পাশে আছেন।
ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা Rhythmscape এর ডাকে সাড়া দিয়ে আমাদের সাথে এই মানবিক আয়োজনে পাশে ছিলেন। Rhythmscpe এর অংশীদার স্মৃতিকে অনেক ধন্যবাদ সব সময় পাশে থেকে কাজ গুলো করার জন্য অনুপ্রেরণা দেওয়ার জন্য। আরো একজনকে ধন্যবাদ দিতে চাই কুমিল্লা ও বাংলাদেশের গজল সম্রাট পপলু ইকরাম ভাইকে সবসময় সহোযোগিতা করার জন্য।
Leave a Reply