কুমিল্লা সরকারি কলেজ হিসাববিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘অ্যাকাউন্টিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব গভর্নমেন্ট কলেজ, কুমিল্লা’-এর ২০২৫-২০২৬ বর্ষের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। দুই বছর মেয়াদী এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কলেজটির হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আনোয়ারুল হক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আনোয়ার পারভেজ (২০০১-০২ শিক্ষাবর্ষ)।
গত ২৬ ফেব্রুয়ারি কুমিল্লা নগরীর গ্র্যান্ড দেশপ্রিয় রেস্টুরেন্টে সংগঠনটির ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে আগামি দুই বছরের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা কলেজটির হিসাববিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর আজহারুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বিভাগের সাবেক শিক্ষক প্রফেসর আব্দুছ সালাম, কুমিল্লা শিক্ষাবোর্ডের উপসচিব সাবেক বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক সাফায়েত মিয়া এবং সহকারী অধ্যাপক কাজী স্বপ্না আক্তার। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের প্রাক্তন শিক্ষার্থী সাইফুল ইসলাম বাবু (২০০৯-১০ শিক্ষাবর্ষ)।
নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান (২০০১-০২ শিক্ষাবর্ষ), আতিকুল ইসলাম (২০০২-০৩ শিক্ষাবর্ষ), আব্দুল হান্নান মিয়া (২০০৩-০৪ শিক্ষাবর্ষ), সাইফুল আলম মুন্না (২০০৫-০৬ শিক্ষাবর্ষ), শফিকুল আলম (২০০৬-০৭ শিক্ষাবর্ষ), মো. শফিক (২০০৭-০৮ শিক্ষাবর্ষ), মো. কামাল হোসেন (২০০৭-০৮ শিক্ষাবর্ষ), মাহমুদুল হাসান ভূঁইয়া (২০০৭-০৮ শিক্ষাবর্ষ), মাইনুল হাসান (২০০৮-০৯ শিক্ষাবর্ষ), দ্বীন ইসলাম নয়ন (২০০৯-১০ শিক্ষাবর্ষ), জনি দেবনাথ (২০০৯-১০ শিক্ষাবর্ষ), এবং মাইদুল ইসলাম ইমন (২০১০-১১ শিক্ষাবর্ষ)।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মনজিল হোসেন পলাশ (২০০৭-০৮ শিক্ষাবর্ষ) এবং কামরুল ইসলাম রাসেদ (২০০৮-০৯ শিক্ষাবর্ষ)। অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রিফাত জাহান সোহানা (২০১২-১৩ শিক্ষাবর্ষ), সহ-অর্থ সম্পাদক তাহমিনা আলম নিধি (২০১৭-১৮ শিক্ষাবর্ষ)। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফুল ইসলাম বাবু (২০০৯-১০ শিক্ষাবর্ষ), সহ-সাংগঠনিক সম্পাদক নয়ন সরকার (১৩-১৪ শিক্ষাবর্ষ)। প্রচার ও প্রকাশনা সম্পাদক খন্দকার মহিবুল হক (২০১১-১২ শিক্ষাবর্ষ), সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অমিত মজুমদার (২০১২-১৩ শিক্ষাবর্ষ)। দপ্তর সম্পাদক রবিউল আওয়াল শাকিল (২০১২-১৩ শিক্ষাবর্ষ), সহ-দপ্তর সম্পাদক মো. আল মামুন (২০১৫-১৬ শিক্ষাবর্ষ)। তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইমাম হোসেন ইমন (২০১৪-১৫ শিক্ষাবর্ষ), সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মামুন হোসেন (২০১৮-১৯ শিক্ষাবর্ষ)। শিক্ষা ও সাহিত্য সম্পাদক মহিবুল হাসান (২০১২-১৩ শিক্ষাবর্ষ), সহ-শিক্ষা ও সাহিত্য সম্পাদক শাকিল হোসেন (২০১৬-১৭ শিক্ষাবর্ষ)। সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হোসেন (২০১৪-১৫ শিক্ষাবর্ষ), সহ-সাংস্কৃতিক সম্পাদক বাধন মজুমদার জয়া (২০১৮-১৯ শিক্ষাবর্ষ)। ক্রীড়া সম্পাদক নন্দন ভৌমিক (২০১৩-১৪ শিক্ষাবর্ষ), সহ-ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান রাজু (২০১৫-১৬ শিক্ষাবর্ষ)। সমাজকল্যাণ সম্পাদক সামিনা আক্তার (২০১৮-১৯ শিক্ষাবর্ষ)। নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নয়ন ধর (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) ও আলম মিয়া (২০১৮-১৯ শিক্ষাবর্ষ)।
কমিটি ঘোষণার পর উপস্থিত সদস্যরা তাদের অনুভূতি প্রকাশ করেন এবং কেক কেটে সংগঠনের ৫ম বর্ষপূর্তি উদযাপন করেন। কমিটি ঘোষণার সাথে সাথে, কলেজটির হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কাজী স্বপ্না আক্তারকে সংগঠনটির উপদেষ্টা হিসাবে ঘোষণা দেওয়া হয় এবং ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নতুন কমিটির সদস্যরা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে তাদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
Leave a Reply