নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) সন্ধায় নগরীর গ্র্যান্ড দেশপ্রিয় অডিটোরিয়ামে বর্ণিল আয়োজনে তিন ঘণ্টা ব্যাপী এ সেমিনার হয়।
জমজম ট্রাভেলস্ এর পরিচালক আলহাজ্ব মিজানুর রহমান সবুজ এর সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন আলহাজ্ব মাওলানা কেফায়েত উল্লাহ। ইসলামি সংগীত পরিবেশন করেন শিল্পী শাহাদাত হোসেন অপু। আদর্শ শিক্ষক ফেডারেশন কুমিল্লা মহানগরীর সভাপতি অধ্যাপক আলী আহমাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ইবাদত কবুল হওয়ার শর্ত ও হজ্ব উমরাহ পরবর্তী করণীয় বিষয়ক আলোচনা রাখেন চাঁদপুর হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ লেখক গবেষক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ড.মুফতি হিফজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে মাসজিদুল হারাম ও মসজিদে নববীর মর্যাদা এবং তাৎপর্য বিষয়ক বক্তব্য রাখেন শংকুচাইল ডিগ্রি কলেজের অধ্যাপক বাংলাদেশ তা’লিমুল কুরআন ফাউন্ডেশনের কুমিল্লা মহানগরী সভাপতি মাওলানা সহিদুল ইসলাম, হজ্ব ব্যবস্থাপনায় অনিয়মের কারণ ও প্রতিকার নিয়ে আলোচনা রাখেন আবিদপুর কলেজের অধ্যাপক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরী সেক্রেটারি আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম।হজ্ব ব্যবস্থাপনায় ২০২৫ স্বচিত্র ভিজুয়াল আলোচনা রাখেন জমজম ট্রাভেলস্ বিডি’র জিএম আলহাজ্ব শেখ মোহাম্মদ শাকিল। সূরা হজ্ব থেকে দারসুল কুরআন উপস্থাপন করেন পুলিশ লাইন জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা শরফুদ্দিন আল হুসাইনী।
আরো আলোচনা রাখেন হাফজ মাওলানা আনোয়ার হোসাইন সোদাইদী, ইসলামি ব্যাংক কর্মকর্তা রাশেদুল হক, কুমিল্লা ট্রমা হসপিটালের পরিচালক আলহাজ্ব ছফি উল্লাহ। সেমিনারে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা কমার্স কলেজের অধ্যক্ষ হুমায়ূন কবির মাসউদ, কুমিল্লা বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবু জাফর সালমান, রূপসী বাংলা কলেজের পরিচালক ইফতেখার আলম ভূঁইয়া, খতিব ও টিভি প্রোগ্রাম উপস্থাপক এইচ এম গোলাম কিবরিয়া রাকিবসহ জমজম ট্রাভেলস্ বিডি’র মাধ্যমে হজ্ব উমরাহ আদায়কারী হাজী মহোদয়গণ এবং ২০২৫ সালে হজ্ব উমরাহ আদায় করবেন এমন নিবন্ধনিত বিভিন্ন পেশাজীবি প্রমুখ।