মারুফ আবদুল্লাহ:
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১২ মে) রাতে র্যাব-১১ কুমিল্লার একটি দল জেলার সদর দক্ষিণ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
সোমবার (১৩ মে) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন র্যাব-১১ কুমিল্লার উপপরিচালক মাহমুদুল হাসান।
গ্রেফতার আসামি মো. আবু বক্কর সিদ্দিক (৮০)। তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার উত্তর কদমতলা এলাকার মান্দার সরদারের ছেলে।
র্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১-এর গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন। তিনি দীর্ঘদিন কুমিল্লায় তার এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন। খবর পেয়ে তাকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply