(আবু সুফিয়ান রাসেল, কুমিল্লা)
ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ রিপোর্টার লেখা পর্যন্ত কোন প্রকার হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বাসের বেশ কয়েকজন যাত্রী হয়েছে । ফায়ার সার্ভিস ও পুলিশের একাধিক টিম বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রবিবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিশ্বরোডে ঢাকা-নোয়াখালিগ্রামী ইকনো পরিবহনের বাস ও ট্রাকে সাথে সংঘর্ষে এ ঘটনা ঘটে।আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।তবে ট্রাকটি তাৎক্ষণিক পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে সদর দক্ষিণ থানার এস আই সাহিদুল ইসলাম জাগো কুমিল্লা ডট কমকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে যানবাহল চলাচল স্বাভাবিক করি। এ ঘটনায় এখনও কোন প্রকার হতাহতের খবর পাওয়া যায়নি।
Leave a Reply