(বারী উদ্দিন আহমেদ বাবর, নাঙ্গলকোট )
কুমিল্লার নাঙ্গলকোটে পুকুরে মাছের খাদ্য দেয়াকে কেন্দ্র করে বিল্লাল হোসেন নামের এক প্রবাসীকে কুপিয়ে মারাত্মক আহত করার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার উপজেলার রায়কোট ইউপির উত্তর মাহিনী গ্রামে এই ঘটনা ঘটে। সে ওই গ্রামের মৃত. চানু মিয়ার ছেলে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, প্রবাসী বিল্লাল হোসেন নিজ খরচে পুকুর পাড়ে একটি নিরাপত্তা দেয়াল ও রাস্তা পাকা করে। এ রাস্তা দিয়ে ১২ পরিবার চলাচল করে। ওই পুকুরটি মালিকদের কাছ থেকে একই গ্রামের মৃত. আসলাম খন্দকারের ছেলে লুৎফুর রহমান লিজ নেয়। সে ওই রাস্তায় দাড়িয়ে প্রতিনিয়ত মাছকে খাদ্য খাওয়াতে থাকে। একপর্যায়ে প্রায় ৩শ ফুট রাস্তাসহ গার্ডওয়ালটি সম্প্রতি পুকুরে ধসে পড়ে। এতে প্রবাসীর প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়।
সোমবার সকালে লুৎফুর রহমানকে প্রবাসী বিল্লাল হোসেন তার ঘরের পাশ্বে দাঁড়িয়ে পুকুরে মাছের খাদ্য দিতে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে লুৎফুর রহমান ৭-৮ জনের একটি গ্রুফ দেশীয় অস্ত্র-স্বস্ত্র নিয়ে বিল্লাল হোসেনের উপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে গুরুত্বর আহত করে। এ সময় বাধা দিতে তার ভাই নুরুল আমিন আসলে তাকেও মারধর করে।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে বিল্লাল হোসেনের অবস্থার অবনতি ঘটায় তাকে কর্তব্যরত চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করে। এ ঘটনায় প্রবাসী বিল্লাল হোসেনের মেয়ের জামাতা ইমাম হোসেন কামরুল বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে অভিযুক্ত লুৎফুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম জানান, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply