অনলাইন ডেস্ক:
রামিনা আশফাক। তিনি পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন সুন্দরী। এরই মধ্যে রামিনা নিজের সৌন্দর্য দিয়ে পাকিস্তানিদের হৃদয় জয় করে নিয়েছেন। পাশাপাশি তার আকর্ষণীয় ও উত্তেজক ফিগার দিয়ে মার্কিন নাগরিকদেরও নজর কেড়েছেন।
সম্প্রতি রামিনা আশফাক তার ইনস্টাগ্রামে একটি নাচের ভিডিও পোস্ট করেন। যা কিনা সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রাম সহ অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়ে যায়।
২৫ বছর বয়সী রামিনা অবশ্য ‘মিস পাকিস্তান ওয়ার্ল্ডের’ তকমা আগেই গায়ে লাগিয়েছেন। ২০১৭ সালে ‘মিস আর্থ’ প্রতিযোগিতায়ও পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন রামিনা আশফাক।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে, রামিনা তার আত্মীয়-স্বজন ও ফ্যানদের নিয়ে শেষ জন্মদিনের অনুষ্ঠানে একসঙ্গে মিলিত হয়েছিলেন। সেখানে একটি জমজমাট গানের সাথে শরীর দোলান রামিনা। সেই নাচের ভিডিওটিই এখন সোশ্যাল মিডিয়ায় হাজারো মানুষ দেখছে।
রামিনা আশফাক পাকিস্তানি বংশোদ্ভূত হওয়া সত্ত্বেও বার বার এই খোলামেলা সাহসী প্রকাশ আলোচনায় এসেছে।
রামিনা আশফাকের সেই উষ্ণ নাচের ভিডিওটি দেখতে ক্লিক করুন:
https://youtu.be/GrZ5Cuys97M
Leave a Reply