অনলাইন ডেস্ক:
একটি অবলা প্রাণীর উপর নির্মম অত্যাচার করতে পিছপা হলোনা অনেকগুলো মানুষ। সত্যিই অমানবিক। পশুর সাথে এরকম একটি অমানবিক আচরন আপনার আমার সবার বিবেককে তারা করে বেড়াবে।
ঘটনা ভারতের আগ্রার ফতেহবাদের। সেখানে রাস্তা মেরামতের কাজ চলছিল। এসময় রাস্তার পাশে ঘুমিয়ে থাকা ছিল একটি কুকুর। স্থানীয়রা জানায় বেশ কিছুদিন ধরেই কুকুরটি অসুস্থ ছিল। এসময় কোন কিছু না দেখে বা দেখেই ঘুমন্ত ঐ কুকুরের উপর পিচ ঢেলে দেয় রাস্তা তৈরির ঐ কর্মীরা।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, জীবন্ত কুকুরের গায়ে গরম পিচ ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই যন্ত্রণায় আর্তনাদ করতে শুরু করে অবলা প্রাণীটি।
যে সংস্থার কর্মী এই কাজ করেছে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে যে নৃশংসতার সঙ্গে এই কাজ করা হয়েছে তা ব্যাখ্যা করার যেন কোনও ভাষা নেই। কুকুর প্রভুভক্ত প্রাণী বলেই পরিচিত। কিন্তু মানুষ যে এতটা অমানবিক হতে পারে তা অকল্পনীয়।
পশুপ্রেমিকদের অনেকেই এহেন নৃশংসতায় স্তব্ধবাক। অনেকে লিখছেন এ ঘটনা সমগ্র মানবতাকেই লজ্জিত করল
Leave a Reply