নিজস্ব প্রতিবেদক:
জমজমাট আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লার বাদুরতলা কিউ আর টাওয়ারে বাবুল্যান্ড ইনডোর প্লে-গ্রাউন্ড তাদের ১৩-তম ব্র্যাঞ্চ ওপেন করেছে। বাবুল্যান্ডের কুমিল্লার ব্র্যাঞ্চ সাজানো হয়েছে শিশুদের প্রিয় কিছু রাইড এবং থিমে, যা শিশুর খেলাধুলাকে করবে আরো মজার, পাশাপাশি শিশুর সৃজনশীল চিন্তারও উন্মেষ ঘটে।
শিশুদের বিনোদন এবং শারীরিক ও মানসিক বিকাশে ২০১৮ সাল থেকেই কাজ করে আসছে বাবুল্যান্ড ইনডোর প্লে-গ্রাউন্ড। বাবুল্যান্ড, ঢাকার এই ব্র্যান্ড শিশুদের জন্য স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ ও নির্ভরযোগ্য প্লে-গ্রাউন্ড হিসেবে আছে অভিভাবকদের পছন্দের তালিকার শীর্ষে।
বাবুল্যান্ড কুমিল্লা ব্র্যাঞ্চে আছে সেইফ এন্ড ক্রিয়েটিভ প্লে জোন যা শিশুদের খেলার ছলে ক্রিয়েটিভ হিসেবে বেড়ে ওঠতে সাহায্য করবে। এছাড়াও বাবুল্যান্ডে থাকছে মজার সব রাইডস যা শিশুদের করবে শারীরিকভাবে অনেক স্ট্রং এবং মানসিকভাবে আরো জিনিয়াস।
বাবুল্যান্ড কুমিল্লা ব্র্যাঞ্চে প্রথমবার আসা এক অভিভাবক বলেন, ‘বাবুল্যান্ডে আমার ছেলে ইফসানকে নিয়ে এসেছি আজ। কুমিল্লাতে অনেক মাঠ থাকলেও বাচ্চাদের খেলাধুলা করার মতো তেমন কোন নিরাপদ খেলার জায়গা নায়। বাবুল্যান্ড আসাতে খুব ভালো লাগছে। এখানে যারা দায়িত্বে আছেন ওনারা খুব কেয়ারিং। আমার ছেলে এখানে এসে খুব খুশি।’
আরো এক অভিভাবক বলেন, ‘আমার মেয়ে ইফতিকে নিয়ে ঢাকায় একবার বাবুল্যান্ডে গিয়েছিলাম। তখন থেকেই অপেক্ষা করছিলাম বাবুল্যান্ড কবে কুমিল্লাতে আসবে। বাবুল্যান্ড ঢাকার বাইরে ব্রাঞ্চ করলেও স্ট্যান্ডার্ড ও কোয়ালিটি একদম ঢাকার মতোই।’
বাবুল্যান্ডের সহ প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর এনামুল হক কলিন্স জানান ‘একটি শিশুর সঠিকভাবে বেড়ে ওঠার জন্য ক্রিয়েটিভ প্লে খুবই গুরুতপুর্ণ। যার ধারাবাহিকতাই বাবুল্যান্ডের ১৩-তম ব্র্যাঞ্চ হিসেবে কুমিল্লার কিউ আর টাওয়ারে উদ্বোধন করা হয়েছে এবং আমরা ঢাকার মতো এখানেও বেশ ভালো সাড়া পাচ্ছি’
বাবুল্যান্ডের আরেক সহ প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ইশনাদ চৌধুরী জানান ‘এখনকার শিশুদের ছেলেবেলা কাটছে স্মার্টফোনে যার পরিণাম বেশ ভয়ংকর। বাবুল্যান্ড একটি ভিন্ন ধর্মী প্রতিষ্ঠান, যেখানে আমরা সবসময় শিশুদের বেনিফিট এর জন্য কাজ করে যাচ্ছি। যার পরিপ্রেক্ষিতে বাবুল্যান্ডের ১৩-তম ব্র্যাঞ্চ হিসেবে কুমিল্লার কান্দিরপাড় কিউ আর টাওয়ারে উদ্বোধন করেছি। আশা করছি বাবুল্যান্ডের সাথে শিশুদের বেড়ে ওঠা হবে নিরাপদ এবং ক্রিয়েটিভ’
পরিষ্কার- পরিচ্ছন্ন পরিবেশে চাইলেই আপনার বাবুকে নিয়ে সেরা একটি সময় কাটাতে ঘুরে আসতে পারেন কুমিল্লার কান্দিরপাড় কিউ আর টাওয়ার, বাবুল্যান্ডে!
Leave a Reply