অনলাইন ডেস্ক:
কুমিল্লা মহানগরীর ২৭ নং ওয়ার্ডের চৌয়ারা বাজারে শ্যালিকার বসতজমি দখলের অভিযোগ উঠেছে ভূমি অফিসের কানুন গো দেলোয়ার হোসেন মজুমদারের বিরুদ্ধে। বোন জামাতার বিরুদ্ধে এ অভিযোগ এনেছেন দক্ষিণ কোরিয়ান প্রবাসী জাহানারা বেগম। দেলোয়ার হোসেন মজুমদার বরুড়া উপজেলা ভূমি অফিসের কানুন গো।
দক্ষিণ কোরিয়ান প্রবাসী জাহানারা বেগম জানান, আমি ২০০৫ সালে আমার বোন সালেহা বেগমের স্বামী দেলোয়ার হোসেন মজুমদারকে কোরিয়া থেকে টাকা পাঠানো শুরু করি জমি কেনার জন্য। ২০০৭ সালে আমি, বোন জামাই দেলোয়ার সাহেব ও জালাল নামের একজনসহ ৪০ শতক জমি ক্রয় করি। এর মদ্যে আমিই ৯ লাখ টাকা পাঠাই। পরে শুনেছি পুরো জমির দামই ৭ লাখের বেশি না। যাহোক আমার ভাগে ১৩ শতক জমি পাই। জমিগুলো সব পূর্ব-পশ্চিমে রাস্তার পাশে।ফলে সবাই চলাচলের জন্য রাস্তা পাবে।এরপর আমার ভগ্নিপতি আমাকে না জানিয়েই প্রথম প্লটটি নিয়ে নেয়। আমারে মাঝখানে দেয়। শেষে জালালকে রাখে। পরে সেখানে কাঠের দোকানসহ ৩টি দোকান স্থাপন করে।বিগত ১৬ বছর ধরে দোকান স্থাপন করে আয় করছেন। যা আমার অনুমতি ছাড়াই। সম্প্রতি আমার প্লট থেকে (সামনের রাস্তাসংলগ্ন) ৬ শতক জমি আমার বোনজামাই তার ৩ সন্তানের নামে লিখে দিয়েছে। ফলে আমার চলাচলের রাস্তাও বন্ধ হয়ে গেছে।আবার পেছনে আমার দুলাভাইয়ের জায়গা থাকলেও সেখানে প্রাচীর তুলেছেন।এখন আমি সুষম বন্টন চাই । আমি চলাচলের রাস্তাসহ আমার জমি ফেরত চাই।
এ বিষয়ে জানতে দেলোয়ার হোসেন মজুমদারের মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ করেন নি।
Leave a Reply