নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লায় মহানগর বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছে।
রোববার (২ জুন) রাত সাড়ে ১১টার দিকে লাকসাম সড়কের রামঘাটলা পৌর মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু এবং সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে। এ সময় অন্তর নামে এক যুবক গুলিবিদ্ধ এবং সবুজ নামে এক ছাত্রদল কর্মীর মাথা ফেটে যায়। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত দুজন আবু গ্রুপের সমর্থক বলে জানা গেছে।
এ দিকে সংঘর্ষের খবর পেয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওসি ফিরোজ হোসেন জানান, মহানগর বিএনপির আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু এবং সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপুর অনুসারীরা এ ঘটনার সঙ্গে জড়িত রয়েছে।
তিনি বলেন, কিছুদিন আগে আবু গ্রুপের রিয়াজ নামে যুবদলের এক নেতাকে দল থেকে বহিষ্কারাদেশ দেয়। কিন্তু কেন্দ্রীয় কমিটি সেটি প্রত্যাহার করে নিয়ে রিয়াজকে আবার কমিটিতে বহাল করে। টিপুর অনুসারীরা সেটি মেনে নেয় না। ফলে এ সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় একজন গুলিবিদ্ধ হয়েছে ও আরও তিনজন আহত হয়েছে।
এ বিষয়ে দলের কোনো নেতা মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান জানান, অভ্যন্তরীণ কারণে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় জড়িত অস্ত্রধারীদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।
Leave a Reply