1. jagocomilla24@gmail.com : jago comilla :
  2. weekybibarton@gmail.com : Amit Mazumder : Amit Mazumder
  3. sufian3500@gmaill.com : sufian Rasel : sufian Rasel
  4. sujhon2011@gmail.com : sujhon :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের কমিটি ঘোষণা কেন্দ্র ঘোষিত কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্রদের পাল্টা কমিটি গঠন কুমিল্লা নগরীতে শ্যালিকার বসতজমি দখলের অভিযোগ! সিসিএন বিশ্ববিদ্যালয়ের সেমিনারে রিসোর্স পার্সন পিএসসির সচিব ড. সানোয়ার জাহান ভূইয়া ফের ভর্তি পরীক্ষা চালু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ডায়াবেটিস দিবসে কুমিল্লা মেডিকেলে পদযাত্রা ও বৈজ্ঞানিক সেমিনার কুমিল্লায় আন্তর্জাতিক ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন দিবস পালন স্ত্রীসহ সাকিব আল হাসানের ব্যাংক হিসাব জব্দ কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত ১২ রানে শেষের ৭ উইকেট হারিয়ে লজ্জাজনক হার বাংলাদেশের

কুমিল্লা মহানগর ছাত্রলীগের সভাপতি সোহেল, সম্পাদক মোশারফ

  • প্রকাশ কালঃ রবিবার, ১২ মে, ২০২৪
  • ২১৪

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা মহানগর ছাত্রলীগের প্রথম সম্মেলনে সভাপতি হিসেবে নূর মোহাম্মদ সোহেল ও সাধারণ সম্পাদক হিসেবে মোশারফ মজুমদার মুনের নাম ঘোষণা করা হয়েছে।

আহ্বায়ক কমিটি গঠনের ৯ বছর পর অনুষ্ঠিত সম্মেলন শেষে শনিবার রাত ৯টার দিকে এই দুজনসহ কমিটির পাঁচ জনের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

শীঘ্রই আগামী এক বছরের জন্য মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

এর আগে ২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠার চার বছর পর ২০১৫ সালের ২৩ জুলাই প্রথমবারের মতো কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাত সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

তিন মাসের জন্য অনুমোদন দেওয়া ওই আহ্বায়ক কমিটি দিয়ে প্রায় ৯ বছর পার হবার পর শনিবার বিকালে কুমিল্লা টাউন হল মাঠে মহানগর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে নাম ঘোষণা হওয়া অন্য তিন জন হলেন- সহ-সভাপতি টিটু মজুমদার ও দিদারুল হক আকাশ এবং সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম।

তারা পাঁচজনই কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুসারী।

তাদের মধ্যে সভাপতি হওয়া নূর মোহাম্মদ সোহেল মহানগর ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক ছিলেন।

এর আগে বিকালে সম্মেলনের প্রথম অধিবেশনে ছাত্রলীগকে স্মার্ট বাংলাদেশের ‘ব্র্যান্ড আইকন’ হিসেবে উল্লেখ করে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেন, “সারাদেশের শিক্ষার্থীদের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগের নেতাকর্মীরাই তরুণদের আইকন।”

শনিবার বিকালে কুমিল্লা টাউন হল মাঠে মহানগর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। 

তিনি আরও বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ছাত্রলীগ। পলিটিক্যাল ক্যারিয়ার নয়, অ্যাকাডেমিক ক্যারিয়ারকে ছাত্রলীগ সবার আগে প্রাধান্য দেয়।

ছাত্রলীগের রাজনীতিতে আসলে শিক্ষার্থীদের ‘ভবিষ্যৎ উজ্জ্বল’ হবে জানিয়ে তিনি বলেন, “ক্লাসের সবচেয়ে মেধাবী ছেলেটি কিংবা মেয়েটি ছাত্রলীগ করবে, সেই অবস্থানে ছাত্রলীগকে নিয়ে যেতে হবে। বাবা-মায়েরা যাতে গর্ব করে বলতে পারেন, আমার ছেলে কিংবা মেয়ে ছাত্রলীগ করে।”

সম্মেলনে সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার বলেন, “কুমিল্লা এগুলেই এগোবে বাংলাদেশ। কুমিল্লা ছাত্রলীগ বিগত দিনের মতো আগামীতেও ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ করবে। আমি বিশ্বাস করি নতুন নেতৃত্বের মাধ্যমে কুমিল্লা অনেকদূর এগিয়ে যাবে কুমিল্লা মহানগর ছাত্রলীগ।”

অনুষ্ঠানে কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহ্বায়ক এ কে এম আবদুল আজীজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আতিক উল্লাহ খোকন এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ডা. তাহসীন বাহার সূচনা।

এর আগে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজাহারুল কবির শয়ন।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুনঃ

© All rights reserved © 2024 Jago Comilla
Theme Customized By BreakingNews