আবু সুফিয়ান রাসেল।।
অধুনা থিয়েটার কুমিল্লার নতুন কমিটির নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৬ মে) নগরীর ফান টাউন মিলনায়তনে সাধারণ সভা ও দ্বি-বার্ষিক সম্মেলনে কার্যকরী কমিটির নাম প্রকাশ করেন বিদায়ী সভাপতি অধ্যাপক জামাল নাছের। আগামী দু’বছর সভাপতি দায়িত্ব পালন করবেন ডা. মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার তলাপাত্র।
সভাপতি মন্ডলির সদস্য হিসাবে আছেন কাজী সোনিয়া রহমান, শেখ ফরিদ আব্দুল্লাহ মো. ফাত্তাহ,
ডা. ফাহমিদা অজিম কাকলি, শামীম ভূঁইয়া ও এড. আছিয়া মাহজাবিন।
এ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অনুপম দাস বাঁধন, সাংগঠনিক সম্পাদক আহমেদ ইবনে তানিম,
সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ রিপন, শ্রাবণী দাস, অর্থ সম্পাদক রাশেদ আল করিম সজীব, গবেষণা ও প্রকাশনা সম্পাদক কাজী কামরুল হাসান তালহা, তথ্য প্রযুক্তি প্রচার ও গণসংযোগ সম্পাদক তুষার আহমেদ, আপ্যায়ন সম্পাদক সাজিয়া আফরিন, সমাজ কল্যাণ সম্পাদক শেখ সফিউদ্দিন সোহেল।
পাঁচ সদস্যের নির্বাহী সদস্যরা হলেন, রীতা চক্রবর্তী, লুৎফুন্নাহার লিপি, জাহাঙ্গীর মৈষাণ, আবদুল হান্নান ও এড. দেলোয়ার হোসেন।
কুমিল্লার নাট্যচর্চায় পথিকৃৎ সংগঠন অধুনা থিয়েটার। যা ১৯৯১ সালের ২৭ জানুয়ারি নগরীর রাজাপাড়ায় যাত্রা শুরু করে অধুনা থিয়েটার। সে সময়ের তরুণ ছাত্রনেতা এড. শহিদুল হক স্বপন এ থিয়েটারের প্রতিষ্ঠাতা।
Leave a Reply