জাগো কুমিল্লা ডেস্ক:
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে সর্বোচ্চ রেকর্ড আরও ৬০৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪২ দশমিক ২ শতাংশ।সোমবার (১৯ জুলাই) বিকেলে কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এসব তথ্য জানান।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার ৬০৬ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ২১৯ জন, আদর্শ সদর উপজেলার ২৭ জন, সদর দক্ষিণে ১৩ জন, বুড়িচংয়ের ১০ জন, ব্রাহ্মণপাড়ার ২৮ জন, চান্দিনায় ২৯ জন, চৌদ্দগ্রামের ৫৭ জন, দেবিদ্বারের ১১ জন, দাউদকান্দির ১জন, লাকসামের ৪৪ জন, লালমাইয়ে ৪ জন, নাঙ্গলকোটে ৩১জন বরুড়ায় ৫৭ জন, মনোহরগঞ্জ ২৪ জন, মুরাদনগরের ৪ জন, তিতাসের ৯ জন ও হোমনা ৩৮ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে। সিটি করপোরেশনে ৩ জন, বরুড়ায় ২ জন,মুরাগনগর , লাকসাম, ব্রাহ্মণপাড়ায় একজন করে মারা গেছেন। তাদের মধ্যে ৩ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছেন। তাদের বয়স ৩৫ থেকে ৭১ বছরের মধ্যে।এ নিয়ে কুমিল্লায় সর্বমোট মৃত্যু হয়েছে ৬০৮ জনের। আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৪১৬ জন। সুস্থ হয়েছে ১৩ হাজার ২৯১ জন।
Leave a Reply