সিটি প্রতিনিধি:
সারাদেশের মতো কুমিল্লায়ও বেড়ে চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। ইতোমধ্যে জেলায় করোনা শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৪৫.৬ শতাংশে। নতুন করে আরও ৭ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ৮৬১ জনের নমুনা পরীক্ষায় রেকর্ড সর্বোচ্চ ৩৯৩ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪৫.৬ শতাংশ। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার, ৯৫৫ জন।
বুধবার (৭ জুলাই) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (৬ জুলাই) কুমিল্লায় শনাক্তের হার ছিল ৪১.২ শতাংশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ নিয়ে সিটিতে ৩ জন, বুড়িচং২ জন, মুরাদনগর ২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জন নারী, ৩ জন পুরুষ।
নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ১৮০ জন, আদর্শ সদর উপজেলার ২৮ জন, সদর দক্ষিণে ৯ জন, বুড়িচংয়ের ৩১ জন, ব্রাহ্মণপাড়ার ৪ জন, চান্দিনার ১৯ জন, চৌদ্দগ্রামের ২৮ জন, দেবিদ্বারের ৮ জন, দাউদকান্দির ২ জন, লাকসামের ২৭ জন, লালমাইয়ের ৫ জন, নাঙ্গলকোটে ৫ জন বরুড়ায় ১২ জন, মনোহরগঞ্জ ৯ জন, মুরাদনগরের ১৮ জন,মেঘনা ২ জন, তিতাসের ৫ জন ও হোমনা ১ জন রয়েছেন।
।
Leave a Reply