নেকবর হোসেন ,কুমিল্লা
আজ ১১এপ্রিল কুমিল্লা জেলায় নতুন করে আরও১৪৪ জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৭৪৪জন।
গতকালের রিপের্টে ৭ মারা গেলেও আজকের রিপোর্টে কোন মৃত্যু দেখানো হয়েনি।ফলে মৃত্যুর সংখ্যা ৩২০জন।
এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি ৮২জন,চৌদ্দগ্রাম ০৮জন, লাকসাম ০৪জন, তিতাস ০২ জন, দেবিদ্বার ০৩জন, সদর দক্ষিণ ০৬জন, আর্দশ সদর ০৪জন, দাউদকান্দি ২ জন নাঙ্গলকোট ০৯জন,ব্রাক্ষণপাড়া০২জন, মুরাদনগর ০৩জন, লালমাই ০২ জন,
বরুড়া ০৫ জন।
আজকের রিপোর্টে সুস্থ্য কোন দেখানো হয়েনি। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৯ হাজার ০৫৫জন করোনা রোগী।
১১এপ্রিল বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা:মীর মোবারক হোসাইন।
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৬১হাজার ৪৪০জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৬০হাজার ৫৭৭জনের। এর মধ্যে ১০ হাজার ৭৪৪জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।বিদেশগামী যাএীদের নমুনা পরীক্ষা আজকের রিপোর্ট প্রাপ্তি: ৫৫৬
এদের মধ্যে নতুন সনাক্ত: ০৯।
Leave a Reply