(জাগো কুমিল্লা.কম)
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এর নেতৃত্বে জেলাপ্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেরা গোমতী রক্ষায় অভিযান অব্যাহত রেখেছে।
বৃহস্পতিবার রাত ১১ টা থেকে পাল পাড়া ব্রীজ এলাকায় কয়েক ঘন্টা ব্যাপী পরিচালিত অভিযানে কুমিল্লার গোমতী নদীতে অবৈধভাবে মাটি উত্তোলন কাজে ব্যবহৃত ০৩ টি ড্রাম ট্রাক এবং ১ টি ভেকু জব্দ করা হয়েছে। মাটি উত্তোলন করায় ৪ জন ব্যক্তি প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় মোবাইল কোর্টকে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন কোতয়ালী মডেল থানা এবং ফায়ার সার্ভিসে, জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যগণ।
অভিযানের নেতৃত্বে ছিলেন যারা:
০১. জনাব মোহাম্মদ কামরুল হাসান,বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, কুমিল্লা।
০২. জনাব ফয়সাল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি), আদর্শ সদর, কুমিল্লা
০৩. জনাব মোঃ আবু সাঈদ, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলাপ্রশাসকের কার্যালয় কুমিল্লা
০৪. জনাব অমিত দত্ত , বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলাপ্রশাসকের কার্যালয়, কুমিল্লা
০৫. জনাব জিয়াউর রহমান সুজন , বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলাপ্রশাসকের কার্যালয় কুমিল্লা
জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানান জেলা প্রশাসন।
Leave a Reply