1. jagocomilla24@gmail.com : jago comilla :
  2. weekybibarton@gmail.com : Amit Mazumder : Amit Mazumder
  3. sufian3500@gmaill.com : sufian Rasel : sufian Rasel
  4. sujhon2011@gmail.com : sujhon :
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
২০০ পাউন্ডের কেক কেটে বেকিং টুলস কুমিল্লার ৫ বছর পূর্তি ও শেফ জেবুন্নেছার শততম ক্লাস উদযাপন! প্রতিদিন জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত :  কুমিল্লায় বিএনপি নেতা কামরুল হুদা মওদুদ শুভ্রকে  ছুরিকাঘাত করা  আসামিরা জনসম্মুখে  ঘুরে বেড়াচ্ছে! কুমিল্লায় গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সের বর্ষ সমাপনী উন্নয়ন সভা কুমিল্লায় টমছমব্রীজে ফল্যান্সার শপের উদ্বোধন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন না ফেরার দেশে পূজা উদযাপন পরিষদ কুমিল্লার সভাপতি শিব প্রসাদ রায়! জাকের আলির দুর্দান্ত ব্যাটিং ; ১৯০ রানে টার্গেট! ফেসবুকে ছড়িয়ে পড়া যশোরের ভিডিওটি  অভিনয়! তব ফেসবুকে ছড়িয়ে পড়া যশোরের ভিডিওটি  অভিনয়! তবুও ক্ষুব্ধ দেশবাসী!ও ক্ষুব্ধ দেশবাসী! ভারতকে উড়িয়ে এশিয়া কাপের চ্যম্পিয়ন বাংলাদেশ

করোনায় সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে দেশের শিক্ষা বিভাগ- কুমিল্লায় শিক্ষা উপমন্ত্রী

  • প্রকাশ কালঃ মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৪৫৯

(নুরুল ইসলাম, কুমিল্লা)

কোভিড-১৯ এর কারণে দেশের সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে দেশের শিক্ষা বিভাগ। বিগত ১ বছর থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আমাদের শিক্ষা ব্যবস্থায় অনেকটা ক্ষতি হলেও আমাদের শিক্ষার্থীরা র্ভাচুয়াল ভাবে ঘরে বসে শিক্ষা গ্রহন করতে সক্ষম হয়েছে। বর্তমানে আমাদের সরকার শিক্ষা প্রতিষ্ঠানকে কিভাবে পুনরায় খুলে দিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আনবে সেজন্য বিভিন্ন পরিকল্পনা করছে। তবে কোভিড-১৯ সংক্রমনের হার কমলেই শুধুমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে এবং পরবর্তী অবস্থা বিবেচনা করে তা ব্যবস্থা নেওয়া হবে।

৯ মার্চ মঙ্গলবার বিকেলে কুমিল্লা শিক্ষাবোর্ড মিলনায়তনে কুমিল্লা শিক্ষাবোর্ডের আওতাধীন জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের সাথে কোভিড-১৯ পরবর্তী সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, মার্চ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এমাসে আমাদের স্বাধীনতার রজতজয়ন্তী এবং মুজিববর্ষ উদযাপন করা হবে। তাই জনস্বাস্থ্য বিবেচনা করে শিক্ষার্থীদের নতুন নতুন দক্ষতা বিষয়ে শিক্ষা দিতে হবে। শিক্ষার্থীদের কর্মমূখী ও দক্ষ মানব সম্পদে প্রস্তুতির মাধ্যমে জীবনে আত্মবিশ্বাসী হয়ে দেশ ও জাতি গঠনের লক্ষে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। বিগত ১ বছর যাবত কোভিড-১৯ এর কঠিন সময় অত্যন্ত দৃঢ়তা ও সাহসের সাথে মোকাবেলা করে সফলতা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য উপস্থাপন করেন অনুষ্ঠানের সভাপতি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: আবদুস ছালাম। এছাড়া আরো বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো: শাহাদাৎ হোসেন, ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: রুহুল আমিন ভুইয়া, কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জামাল নাসের, চাঁদপুর পুরান বাজার কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, ফেনী জেলা শিক্ষা অফিসার কাজী ছলিম উল্লাহ, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শিক্ষা অফিসার শাহ জালাল এবং বি-বাড়িয়া জেলার অন্যদা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজনীন। কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-কলেজ পরিদর্শক বিজন কুমার চক্রবর্তী ও উপ-বিদ্যালয় পরিদর্শক মো: কামরুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে সবশেষে ধন্যবাদ বক্তব্য জ্ঞাপন করেন বোর্ডের সচিব নূর মোহাম্মদ। এসময় কুমিল্লা শিক্ষাবোর্ডের বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও কর্মচারী বোর্ডের অধিনে ৬টি জেলার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার আগে অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি বোর্ড আঙ্গিনায় একটি ঔষধী বৃক্ষ রোপন শেষে বোর্ড প্রাঙ্গনে নির্মিত বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুনঃ

© All rights reserved © 2024 Jago Comilla
Theme Customized By BreakingNews