নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা নগরীর মোগলটুলি এলাকায় পাবলিক টয়লেট দখল করে দীর্ঘদিন ধরে মালামালের গোডাউন করে রাখা হয়।
সোমবার সিটি কর্পোরেশনের সহযোগিতায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এর নেতৃত্বে পাবলিক টয়লেটটি দখল মুক্ত করা হয়।
অপরিছন্ন করে দায়িত্বের অবহেলা করায় লিজ বাতিলের সুপারিশ করা হয়।
সকাল ১১ টা থেকে বিকাল পর্যন্ত মোগলটুলি, রাজগঞ্জ, থানা রোড, পানপট্টি রোড সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
পানপট্টি রোডে একটি ড্রেন ভরাট করে বহুতল ভবন নির্মাণ করা হয়। সেটা দখল মুক্ত করা হয়। দ্রুত এই ড্রেন পুনরায় নির্মান করা হবে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ বলেন, কুমিল্লা নগরীকে ক্লিন ও যানজটমুক্ত করার লক্ষে ৪৮ দিন ধরে টানা অভিযান চলছে। আমাদের অভিযান চলমান থাকবে।
Leave a Reply