নিজস্ব প্রতিনিধি:
কুমিল্লা নগরীর রেইসকোর্স ফ্লাইওভারের সামনের সড়কে চলন্ত সিএনজিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটনা ঘটেছে। এ সময় গাড়িতে আগুন ধরে যায়।
শনিবার সাড় ১১ টায় রেইসকোর্স নিশা টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। এতে চারজন দগ্ধ হলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এসময় আতঙ্ক ছড়িয়ে পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়।
কুমিল্লায় মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা জানা যায়, দগ্ধ হয়ে তিন জন মহিলাসহ ৫ জন হাসপাতালে ভর্তি আছে। তারা সবাই শঙ্কামুক্ত। গুরুতর দগ্ধ হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলী আজ্জম।
Leave a Reply