( জাগো কুমিল্লা.কম)
কুমিল্লায় নিখোঁজের দুইদিন পর চিহ্নিত নারী মাদক ব্যবসায়ী আক্তারনি’র লাশ উদ্ধার করা হয়েছে। সে কুমিল্লার নগরীর শাসনগাছা রেললাইন ‘ঘুন্ডিঘর’ সংলগ্ন মৃত মোসলেম ভান্ডারির স্ত্রী। বুধবার লাশ উদ্ধারের পর সন্ধ্যায় রেইসকোর্স কবরস্থানে তাকে দাফন করে ফেলে পরিবারের লোকজন।
তবে বিষয়টি নিয়ে মুখ খুলছে না আক্তারনির স্বজন বা পরিচিতজনরা। অপরদিকে কোতয়ালী মডেল থানার ওসি আবু সালাম মিয়া বলেছেন, ‘এ ধরনের কোনো তথ্য জানা নেই।’
বুধবার রাতে বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্য ও নিহত আক্তারনি’র প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায়, ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আক্তারনিকে গত দুইদিন যাবৎ খোঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বুধবার (২৩ মে) সকালে জেলার মুরাদনগরে সড়কের পাশে পড়ে থাকা তার লাশ উদ্ধার করে স্বজনরা।
পরে দুপুরে পুলিশসহ কয়েকজন মিলে লাশ নিয়ে যাওয়া হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। সেখান থেকে তাড়াহুড়ো করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদন করে সন্ধ্যায় রেইসকোর্স কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে শাসনগাছা বাদশা মিয়া বাজার এলাকার এক যুবক জানিয়েছে, ‘শুনেছি মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় সে মারা গেছে। পরে সন্ধ্যায় জানাজা ও দাফন সম্পন্ন হয়। সূত্র: কুমিল্লার কাগজ ( ফাইল ফটো)
Leave a Reply