অনলাইন ডেস্ক:
পাকস্থলীতে ইয়াবা বহনের সময় রাজধানী থেকে দুইজন মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৭ মে) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা শাখার (ডিবি) উত্তরের একটি দল। এ সময় তাদের কাছে থেকে কয়েক হাজার ইয়াবা উদ্ধার করা হয়।প্রাথমিকভাবে গ্রেফতারকৃতদের নাম জানা যায়নি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তাদের কাছ থেকে কয়েক হাজার ইয়াবা পাওয়া গেছে।
Leave a Reply