অনলাইন ডেস্ক:
মাগুরায় এক পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করেছে মদক ব্যবসায়ীরা। শহরের ভায়না এলাকার জামান এন্ড দত্ত ফিলিং স্টেশনে দুবৃত্তের হামলায় বোরহান উদ্দিন (২৮) নামে এক পুলিশ সদস্য গুরুতর জখম হয়েছে।
হামলাকারীরা মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামী বলে পুলিশ জানিয়েছে। আহত পুলিশ সদস্যকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, সকালে মাগুরা সদর থানার পুলিশ সদস্য বোরহান উদ্দিন ভায়নার ওই পেট্রোল পাম্পে তেল আনতে যান। এসময় সামান্য বাক বিতন্ডার অজুহাতে ফরিদ হোসেনসহ কয়েকজন তার মাথায় গুরুতর আঘাতসহ মারপিট করে।
পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। হামলায় নের্তৃত্বে থাকা ফরিদ হোসেন একজন চিহিৃত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ফরিদসহ অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply