অনলাইন ডেস্ক:
মাগুরায় তাবলীগ জামাতের সদস্যদের অচেতন করে নগদসহ লক্ষাধিক টাকার মালপত্র নিয়ে গেছে প্রতারক চক্র। এ তথ্যের সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, অচেতন পাঁচজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা হলেন – সুরুজ মিয়া (৭০), জাহাঙ্গীর আলী কিবরিয়া (৩০), মিনহাজ উদ্দিন (২৩), রায়হান (২০) ও সাইফুল মুন্না (২০)। এদের চার জনের বাড়ি সিলেটে এবং একজনের বাড়ি টঙ্গী গাজীপুর।
জেলা শহরের মার্কাস মসজিদে চিল্লায় আসা তাবলীগ জামাতের সদস্য সাইদুল ইসলাম জানান, শুক্রবার রাতে ঢাকার কাকরাইল মসজিদ থেকে ১৬ জনের একটি দল ৪০ দিনের চিল্লায় মাগুরা সদরের ভিটাসাইর গ্রামের মার্কাস মসজিদে আসেন।
‘এদের মধ্যে একজন রাতের খাবার খাওয়ার পরে জুসের সাথে চেতনানাশক মিশিয়ে তাদের খাওয়ান। সেহেরি খেতে উঠে আমরা এই পাঁচজনকে অচেতন দেখতে পাই।’ স্থানীয়দের ধারণা সে মাদক ব্যবসার সাথে জড়িত।
এ ঘটনায় নগদ ও মোবাইল ফোনসহ তাদের লক্ষাধিক টাকা নিয়ে ওই ব্যক্তি পালিয়ে যায়।
ওসি ইলিয়াস বলেন, খবর পেয়ে জুনায়েদ নামের ওই সদস্যকে আটক করতে সম্ভাব্য সব জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।
Leave a Reply