“প্রেস বিজ্ঞপ্তি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলে এর জন্মদিন উদযাপন করেছে বরুড়া উপজেলার হরিশপুরা কামাল হোসেনে কলেজ। গত ১৮ অক্টোবর সকালে বৃক্ষরোপন, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচের মাধ্যমে অনুষ্ঠানটি উদযাপন করা হয়।
কলেজ অধ্যক্ষ কাজী মুজিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিশপুরা কলেজের ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম পাটোয়ারী।
গণিত বিভাগের প্রভাষক মোঃ ঈমাম হাসান ইমন এর উপস্থাপনায় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, পদার্থ বিজ্ঞান বিষয়ের প্রভাষক খায়রুল ইসলাম, ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা বিষয়ের প্রভাষক উম্মে হাবিবা জ্যোতি ও জীব বিজ্ঞানের বিষয়ের আতিকুর রহমান।
বক্তারা বলেন, “শিশু শেখ রাসেলের ছিলো মানবিক গুণাবলি, প্রজ্ঞা, দূরদর্শিতা ও নেতৃত্বগুণ। যদি তিনি বেঁচে থাকতেন তাহলে নিঃসন্দেহে তিনি একজন যোগ্য নেতা হয়ে উঠতেন। শেখ রাসেলের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর অনেক গুণাবলিই লক্ষণীয়। শিশু শেখ রাসেলকে হত্যা করে খুনিরা বাঙালিকে একজন প্রকৃত নেতার নেতৃত্ব থেকে বঞ্চিত করেছে।”
তারা আরো বলেন, “শেখ রাসেল ছিলেন বঙ্গবন্ধু পরিবারে সকল সুখের মধ্যমণি। কিন্তু হায়নারা শিশু শেখ রাসেলকে নির্মমভাবে হত্যা করে বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত করেছে”।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুলতানা ও পবিত্র গীতা থেকে পাঠ করেছেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তিশা রাণী শীল। শেখ রাসেলকে নিয়ে শিক্ষার্থীর মধ্য থেকে বক্তব্য রাখেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আম্মান ও খাদিজা, ব্যবসা বিভাগের শিক্ষার্থী সুফল ও মিতু এবং মানবিক বিভাগের শিক্ষার্থী রাসেল ও উম্মে হাবিবা। পরবর্তীতে হরিশপুরা কলেজের ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম পাটোয়ারী মুনাজাত করেন, তিনি সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন।
আলোচনা অনুষ্ঠান শেষে জন্মদিন উপলক্ষে কলেজ অধ্যক্ষ কাজী মুজিবুর রহমানের নেতৃত্বে বৃক্ষরোপণ করা হয়। পরে কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহনে” শেখ রাসেল প্রীতি” ফুটবল ম্যাচেরও আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অর্থনীতি বিষয়ের প্রভাষক মো: ইব্রাহিম হেসেন, রসায়ন বিষয়ের প্রভাষক রানাশীল, হিসাব বিজ্ঞান বিষয়ের প্রভাষক আব্দুল গাফ্ফার, ব্যবসায় সংগঠন বিষয়ের প্রভাষক মো: রায়হান হোসেন, পৌরনীতি ও সুশাসন বিষয়ের প্রভাষক কেয়া চক্রবর্তী, ইংরেজি বিষয়ের প্রভাষক নুর মোহাম্মদ টনি, আই.সি.টি বিষয়ের প্রভাষক আরিফ হোসেন, কৃষিশিক্ষা বিষয়ের প্রভাষক মোছা: ফারহানা আক্তার, বাংলা বিষয়ের প্রভাষক মাইমুনা আক্তার,সমাজকর্ম বিষয়ের প্রভাষক মুন্নি সুলতানা, হিসাব রক্ষক মো: আনিস হক ও কর্মচারীগন সহ প্রমুখ।
Leave a Reply