নিজস্ব প্রতিবেদক:
শুক্রবার বিকাল ৪টায় কুমিল্লার ঐতিহ্যবাহী ধর্মসাগর পাড়ে অসহায় ও পথশিশু বাচ্চাদের নিয়ে গড়া অবকাশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সুবিধাবঞ্চিত বাচ্চাদের মাঝে সেচ্ছাসেবী সংগঠন “প্রজন্ম” এর শিক্ষা উপকরণ উপহার বিতরণ করা হয়েছে।
শিক্ষা উপকরণ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ নাজমুল হাসান রাফি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাগো কুমিল্লা সম্পাদক ও প্রকাশ অমিত মজুমদার, “প্রজন্ম” এর উপদেষ্টা আক্তার হোসেন (শিমুল) ও “প্রজন্ম” এর প্রতিষ্ঠাতা পরিচালক আহসান উল্লাহ (রাজিব), অবকাশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি মোঃআজমির হোসেন ইমন,সাবেক সভাপতি মোঃ রেজাউল করিম রিফাত, সেক্রেটারি মোঃ জালাল উদ্দীন রফি।
এসময়ে আরো উপস্থিত ছিলেন, প্রজন্ম বিভিন্ন শাখার দায়িত্বশীল সাইফুল ইসলাম, মাকমুদুল হাসান, নাসির উদ্দিন,নাবিল আহমেদ রাব্বী, শামিমা আক্তার মিলি,ইসমাত আফরিন,আব্দুল আউয়াল রানা,সাগর গাজী সহ সক্রিয় সদস্যরা। সংগঠনের সদস্য ও সুবিধাবঞ্চিত বাচ্চাদের উদ্দেশ্যে প্রধান অতিথি মূল্যবান বক্তব্য রাখেন।অনুষ্ঠান শেষে মানবিক কাজে বিশেষ অবদান রাখায় “প্রজন্ম” এর পক্ষ থেকে প্রধান অতিথির হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
Leave a Reply