স্টাফ রিপোর্টার। রবিবার ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিভিন্ন আশ্রয় প্রকল্পে রান্না করা খাবার বিতরণ করা হয়।
রবিবার বেলা দেড়টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন উপস্থিত থেকে ১৪০ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করেন। খাবারগুলো বিতরণ করা হয় আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের গাবতলী ও পাঁচথুবী ইউনিয়নের বৌবাজার আশ্রয়ণ প্রকল্পে।
এ সময় আশ্রয়ণ প্রকল্পে গাছের চারাও বিতরণ করা হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি), আদর্শ সদর এ কে মোহাম্মদ ফয়সাল, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, পি আইও অফিসের উপসহকারী প্রকৌশলী, ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
আশ্রয় প্রকল্পে খাবার বিতরণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। তারপরেই আশ্রয়ণ প্রকল্পের লোকজনের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যােগে খাবার বিতরণ করা হয়।
Leave a Reply