নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লা বাদুরতলায় ভিভাসিটি ফুড কোর্ট পরিদর্শন করে মুগ্ধ হয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর।
২৬ ফেব্রুয়ারি ( রোববার) সন্ধ্যায় পুরো ফুডকোর্ট পরিদর্শন করে বলেন, আধুনিক কুমিল্লার সাথে এমন একটি ফুড কোর্ট খু্বই জরুরি ছিল। আমি খুবই মুগ্ধ হয়েছি। এই ভিভাসিটি ফুড কোর্ট কুমিল্লার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির ছবি দিয়ে সাজানো হয়েছে। এছাড়া লাইব্রেরীর সাথে ভিন্ন স্বাদের খাবার আয়োজন । আমার মনে হচ্ছে কুমিল্লার জন্য নতুন একটি মাইলস্টোন পদক্ষেপ।
আসিফ আকবর আরও বলেন, স্মার্ট কুমিল্লা সিটি ও নতুন প্রজম্মের জন্য যুগান্তকারী পদক্ষেপ। কামালকে অসংখ্য ধন্যবাদ ভিভাসিটি ফুড কোর্ট কুমিল্লাবাসীকে উপহার দেয়ার জন্য। সবার নিকট অনুরোধ রইল নতুন কুমিল্লাকে চিনতে হলে ভিভা সিটি ফুডকোর্ট ভিজিট করবেন।
ভিভাসিটি ফুডকোর্টের প্রতিষ্ঠাতা কামাল আহমেদ বলেন, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে কুমিল্লাকে এগিয়ে নেয়ার জন্য তিন বছরের চেষ্টায় মনোরম পরিবেশে ভিভা সিটি ফুড কোর্ট চালু করেছি। এখন পর্যন্ত কুমিল্লাবাসীর ব্যাপক সাড়া পেয়েছি। সবার আমন্ত্রণ রইল।
উল্লেখ্য গত ১৬ ডিসেম্বর বাদুরতলায় স্বপ্ন সুপার শপ ভবনের ৫ম তলায় ১০ টি ফুড কোর্ট নিয়ে ভিভা সিটি ফুড কোর্ট যাত্রা শুরু করে।
Leave a Reply