স্টাফ রির্পোটারঃ
ভোট গণনার সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নির্বাচনেরর ফলাফল ছিনিয়ে নেয়া হয়েছে বলে অভিযোগ তুলে পুণঃনির্বাচণের দাবী জানিয়েছেন এক ইউপি সদস্য প্রার্থী। ওই প্রার্থীর নাম মাসুদ রানা। তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৫ নং পাঁচথুবী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা। ওই ওয়ার্ডে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া নির্বাচনে তিনি মোরগ প্রতীকে প্রতিদ্বন্ধিতা করেন।
ওই ওয়ার্ডে তিনজন প্রার্থী ইউপি সদস্য পদে নির্বাচন করেন। বাকি দুজন হলেন ফুটবল প্রতীকের আবুল খায়ের ও তাজুল ইসলাম চাপকল।
মাসুদ রানা অভিযোগ করে বলেন, ২৬ ডিসেম্বর সন্ধ্যায় ফলাফল ঘোষণার সময় জানানো হয় আমার মোরগ প্রতীকে ৭২৯ ভোট পড়েছে। আমি বিজয়ী হওয়ার পথে। ঠিক তখন হঠাৎ পুলিশের সামনে ফুটবল প্রতীকের প্রার্থী আবুল খায়ের বহিরাগতদের নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশের সাথে বহিরাগতদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই গন্ডগোলের সুযোগে নির্বাচনের ফলাফল পরিবর্তন করা হয়।
পরে আবার যখন ফলাফল ঘোষনা করা হয়, তখন আমাকে জানানো হয় আমার মোরগ প্রতীকে ভোট পড়েছে ৬৩৩, আমার প্রতিদ্বন্ধি আবুল খায়ের ফুটবল প্রতীকে ভোট পড়েছে ৭২৯ এবং চাপকলের তাজুল ইসলাম পেয়েছে ৪৪৮ ভোট। আবুল খায়েরকে বিজয়ী ঘোষণা করা হয়।
ককটেল বিস্ফোরণের বিষয়ে আবুল খায়ের বলেন, অতীতে আমাদের শাহপুর বন্দিশাহী কেন্দ্র ঝুকিপূর্ণ থাকলেও এ বছর সুষ্ঠু নির্বাচন হয়েছে। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ অসত্য।
ইউপি সদস্য মাসুদ রানা বলেন আমি আবারো নির্বাচন চাই। সে লক্ষ্য আমি নির্বাচন কমিশন বরাবর আবেদন করেছি। এই আবেদনের অনুলিপি আমি কুমিল্লা জেলা প্রশাসক, কুমিল্লা পুলিশ সুপারসহ সরকারী বেশ কয়েকটি সংস্থা বরাবর পাঠিয়েছি। আমার দাবী একটাই আমি পুনঃনির্বাচন চাই।
বিষয়টি নিয়ে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ দুলাল তালুকদার বলেন, ফলাফল ঘোষনা হয়ে গেছে। তবে যদি কোন প্রার্থী ফলাফল নিয়ে অসন্তুণ হয় সেই ব্যক্তি নির্বাচন ট্রাইবুনাল বিষয়টা দেখবে। সেক্ষেত্রে অবশ্যই ওই প্রার্থী একজন আইনজীবীর মাধ্যমে মামলা দায়েরের মাধ্যমে তার পরবর্তী পদক্ষেপ নিবেন। সেখানে ট্রাইব্যুনাল বিষয়টি দেখবে।
Leave a Reply