আকিবুল ইসলাম হারেছঃ
কুমিল্লা চান্দিনায় সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মাজহারুল(১৮) নামে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে।
রোববার (২৩ মে) দুপুরে উপজেলার মাধাইয়া-রমিমানগর সড়কের গজারিয়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।নিহত মাজহারুল উপজেলার বরকরই গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নবাবপুর থেকে কুমিল্লা যাওয়ার পথে গজারিয়া এলাকায় বেপরোয়া গতি সম্পন্ন মোটরসাইকেল ও বিপরীত পাস থেকে আসা একটি দ্রুতগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে মোটরসাইকেল চালকের।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দিনা থানার অফিসার ইনচার্জ(ওসি) শামসুদ্দীন ইলিয়াছ জানান,ঘটনাস্থল থেকে সিএনজি ও মোটরসাইকেল সহ মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে লাশ হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply