(আকিবুল ইসলাম হারেছ, চান্দিনা)
ভোট বর্জন এবং সরকারকে অসহযোগিতার আহ্বান জানিয়ে ঢাকাসহ সারা দেশে বিএনপি ও সমমনা দলগুলোর রোববার সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচির আগের রাতে কুমিল্লার চান্দিনায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (২৩ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার সময় চান্দিনা-বাগুর বাসস্ট্যান্ড সংলগ্ন মেডিনোভা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় চান্দিনা ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বাসের ভিতরের অংশ সম্পূর্ণ পুড়ে যায়।
পুলিশ জানায়, গতকাল শনিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশনের পাশে তিশা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এসময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার টের পেয়ে বাসের মালিককে খবর দেয়। পরে বাস মালিকের মাধ্যমে খবর পেয়ে হাইওয়ে পুলিশ, থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার অনয় কুমার ঘোষ জানান, রাতে ৯৯৯ এ কল পেয়ে ইউনিট নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। বাসের সিট, জানালার গ্যাস ও সিলিং ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ইন-চার্জ (ইন্সপেক্টর) মঞ্জুরুল আলম মোল্লা জানান, বাসের একটি জানালা খোলা থাকায় ওই দিক দিয়ে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। বাসের হেলপার দুইজন কে পালিয়ে যেতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
Leave a Reply