1. jagocomilla24@gmail.com : jago comilla :
  2. weekybibarton@gmail.com : Amit Mazumder : Amit Mazumder
  3. sufian3500@gmaill.com : sufian Rasel : sufian Rasel
  4. sujhon2011@gmail.com : sujhon :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় গুড়া মাছ কিনে আনায় ছুড়ে মারেন স্বামীর উপর; স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্বামীর! শুভ্রর সাত বছরের দুঃস্বপ্ন: ‘স্যার গ্রুপ’-এর হুমকি, হামলা ও হয়রানির শিকার এক ঠিকাদার সয়াবিন তেল লিটারে ১৪ টাকা বাড়ল কুমিল্লায় ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের হিফজ বিভাগের ওরিয়েন্টেশন  ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩২২, আহত ৮২৬ কুমিল্লায় কেএফসি ভাংচুর; অভিযানে আটক ৩ জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন মওদুদ শুভ্র, প্রধান ও স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ ঈদ যাত্রায় কুমিল্লায় ভয়াবহ দুর্ঘটনা;  নিয়ন্ত্রণ হারিয়ে তিশা বাসের ৩ যাত্রী নিহত কুমিল্লায়  সেনাবাহিনীর অভিযানে পাঁচ ডাম  মদ উদ্ধার, আটক ৪ চাঁদ দেখা গেছে, সৌদি আরবে কাল ঈদ; বাংলাদেশে কবে?

গােলাবাড়ীতে মামলা করায় বসত ঘরে হামলা করে হত্যার হুমকী ; মামলা দায়ের!

  • প্রকাশ কালঃ শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫১০

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা সদরের গোলাবাড়ি এলাকায় চেক ডিজঅনারের মামলার করায় বসতঘরে হামলা করে হত্যার হুমকী প্রদানের অভিযোগ উঠেছে।

বুধবার ( ৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মােস্তফা কামালের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে দুই ভবনের জানালা, দরজা ভাংচুর করে।

এ ঘটনায় পর মােস্তফা কামাল বাদী হয়ে ৪ জন নাম উল্লেখ করে অজ্ঞাত ১২ জনের নামে কোতয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার আসামীরা হলেন, গোলাবাড়ী এলাকার আল ইমরান সাগর (২৬), মিজানুর রহমান (৩০), মােঃ রিপন মিয়া (৩৬), সাদেক সর্দার (৬২)।

মামলার বাদী মােস্তফা কামাল জানান, দেবিদ্বার আমার ব্রিক্স ফিল্ড রয়েছে। আমার ব্যবসা প্রতিষ্ঠান হতে মিজান চেক প্রদান করে ২ লক্ষ ৩৮ হাজার টাকার ইট বাকীতে ক্রয় করে। পরবর্তীতে টাকা পরিশােধ না করায় প্রদেয় চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখান করায় এবং আমি বিজ্ঞ আদালতে চেক ডিজঅনার মামলার করি।
৫ মাস কারাভােগের পর অর্ধেক টাকা পরিশােধ করে জামিনে মুক্তি লাভ করে। যার ফলে বিবাদী জামিনে মুক্তি লাভের পর তার পিতা ও অন্যান্য ভাইদের নিয়া আমার মুরগীর খামার ১নং বিবাদী জোর পূর্বক
মুরগী নিয়া টাকা না দেওয়ার বিষয়কে কেন্দ্র করে এবং উল্টা আমার নিকট ৫ লাখ টাকা দাবী করে। গত বছরের ২৫ আগষ্ট রাতে মোবাইলে হুমকি প্রদানের বিষয়ে আমি থানায় অভিযােগ দায়ের করি। উক্ত অভিযােগ দেওয়ার পর তারা আরাে ক্ষিপ্ত হয়ে আমাকে ও আমার পরিবারের লােকজনদের মারধর ও হত্যা চেষ্টার লক্ষ্যে প্রতিনিয়ত ভয়ভীতি, হুমকি ধমকি প্রদর্শন করে। মােটা অংকের টাকা দাবী করতে থাকে। বিবাদীগণদের পিতা আমাদের বৈধ পানি সেচের পাম্প তাদের নিয়ন্ত্রণে নেওয়ার লক্ষ্যে অন্যায়ভাবে বেষ্টনী দিয়া দখলের পরিবেশ সৃষ্টি করে।

তিনি আরও বলেন, উক্ত বিষয়কে কেন্দ্র করে এলাকার লােকজন নিয়ে বাড়ীতে বসে আলাপ আলােচনা করার সময় তারা দা, ছেনি, লাঠি-সােটা নিয়ে আমার বসতবাড়ীতে প্রবেশ করে। আমার বাড়ী ঘরের দরজা, জানালা, থাই গ্লাস, গেইট, গ্যাসের রাইজার, পানির পাইপ ভাংচুর করে অনুমানানিক ৩ লক্ষ টাকার মত ক্ষতি করে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার চাই। কুমিল্লা সদরের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার মহোদয় ও পুলিশ সুপার নিকট আকুল আবেদন করছি, হামলাকারীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওয়াতায় আনার দাবি করছি।

ছত্রখিল ফাঁড়ি ইনচার্জ মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মামলার কাগজপত্র হাতে আসলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুনঃ

© All rights reserved © 2024 Jago Comilla
Theme Customized By BreakingNews