মাহফুজ নান্টু, কুমিল্লা।।
কোভিড ১৯ করোনা রোধে ফাইজার ভ্যাকসিন প্রদানের লক্ষ্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ১০ টায় কুমিল্লা সিটি কর্পোরেশনের অতিন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে ইপিআই, ডিরেক্টর জেনারেল অব হেলথ সার্ভিস এর উদ্যাগে প্রশিক্ষণ কর্মশালা চলে দুপুর পর্যন্ত।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.শফিকুল ইসলাম।
কর্মশালায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) আবু সায়েম ভূইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার চন্দনা রানী দেবনাথ। কর্মশালার সমন্বয়ক ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেডিকেল টেকনলোজিস্ট (ইপিআই) মোঃজহিরুল ইসলাম।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ড.শফিকুল ইসলাম বলেন, প্রশিক্ষণের মাধ্যমে যথাযথ সেবা দেয়া সম্ভব৷ কুমিল্লা সিটি কর্পোরেশন ইপিআই বিভাগ করোনার শুরুতে নগরবাসীকে যে সেবা দিয়েছে তা প্রশংসার দাবীদার। অতীতের মত ভবিষ্যতেও ভ্যাক্সিনেটররা তাদের সেবা অব্যহত রাখবে।
Leave a Reply