অনলাইন ডেস্ক:
কুমিল্লায় এই প্রথম প্রোফেশনাল অডিও স্টুডিও যাত্রা শুরু হয়েছে।
২৪ শে জানুয়ারি রাত ৮ টায় নকরতে নগরীর মনোহরপুরে উদ্বোধন করা হয় RhythmScape studio।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লার সিনিয়র শিল্পী ইশতিয়াক পল্লব, উপস্হিত ছিলেন “দ্যা কালচারাল ফাউন্ডেশন অফ কুমিল্লা” এর সভাপতি ডি.সেন্টু,উপস্থিত ছিলেন কালিপদ কালচারাল মেমোরিয়াল একাডেমির পরিচালকবৃন্দ সহ কুমিল্লার সকল শিল্পীবৃন্দ।
RhythmScape studio এর সত্বাধিকারী কিশোর কান্তি দে (কিষাণ) বলেন- “কুমিল্লায় একটা প্রোফেশনাল স্টুডিও করার দীর্ঘ দিনের ইচ্ছা ছিল,একটা সম্পূর্ণ ভালো মানের অডিও গান করতে আগে ঢাকায় যেতে হত,তবে এখন থেকে কুমিল্লায় ভালো মানের অডিও গান রেকর্ডিং করা সম্ভব। এই RhythmScape studio কুমিল্লার সকল শিল্পী মিউজিশিয়ানসদের। “
Leave a Reply