স্টাফ রিপোর্টার।। পাচারকালে ২৪ কেজী গাঁজাসহ এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটককৃত যুবকের নাম শাহাদাৎ হোসেন। তার বাড়ী কুমিল্লা সদর দক্ষিন উপজেলার লালবাগ গ্রামে। তার বাবার নাম বাবলু মিয়া। বৃহস্পতিবার ভোর ৮ টায় কুমিল্লা সদর দক্ষিন উপজেলার শেওড়াতলী তামজিদ সিএনজি পাম্পের পাশে গাঁজা পাচারকালে তাকে আটক করা হয়।
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক কামাল উদ্দিন জানান, গোপন সংবাদে জানতে পেরে এএসআই মাসুদ রানাসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করি। জেলার সদর দক্ষিন উপজেলার শেওড়াতলী তামজিদ সিএনজি পাম্পের পাশে গাঁজা নিয়ে অপেক্ষারত শাহাদাদকে আটক করি।
আজ বৃহস্পতিবার আটক যুবকের বিরুদ্ধে সদর দক্ষিন থানায় মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করি।
Leave a Reply