নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার স্বেচ্ছাসেবী সংগঠন “প্রজন্ম” এর ২য় বর্ষপূর্তী উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলার আয়োজন করা হয়েছে। কবি কাজী নজরুল ইনিস্টিউট হলরুমে “প্রজন্ম” এর প্রতিষ্ঠাতা পরিচাল আহসান উল্লাহ রাজিব এর সভাপতিত্বে সকাল ৯টা থেকে কুরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয়।
মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনার বাংলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ সেলিম রেজা সৌরভ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, জাগো কুমিল্লা সম্পাদক ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি অমিত মজুমদার, প্রজম্মের উপদেষ্টা মোঃ আক্তার হোসেন শিমুল, মোঃ হানিফ মুসাব্বীর।
উক্ত মিলনমেলায় কুমিল্লা ও আশেপাশের জেলা উপজেলা থেকে প্রায় ২২ টি সংগঠনের দায়িত্বশীল স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
সংগঠনটি সমাজের সুবিধাবঞ্চিত বাচ্চাদের পড়াশোনা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, ফ্রি মেডিকেল ক্যাম্পিং,শীতকাল,ঈদ,রমজানে অসহায়দের মাঝে উপহার বিতরণ করে ,বৃক্ষ রোপণ কর্মসূচি ও করোনাকালীন সময়ে ফ্রি “ফুড ব্যাংক ইভেন্ট” নামে ফোন কলের মাধ্যমে অসহায় মানুষের ঘরে খাবার পৌঁছে দেওয়া সহ সকল মানবিক কার্যক্রমে সক্রিয় ছিল।
বর্তমানে “প্রজন্ম” এর ১১টির বেশি শাখা রয়েছে, মানবিক কাজে আরো এগিয়ে যেতে প্রজন্ম-কে সব জায়গায় ছড়িয়ে দিতে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বক্তারা।
Leave a Reply