নিজস্ব প্রতিবেদক। ফ্যাশন সচেতন কিশোর ও তরুণদের চাহিদার কথা বিবেচনা করে কুমিল্লায় জমকালো আয়োজনে উদ্বোধন হতে যাচ্ছে মি” কাট সেলুন ফর ম্যান। আগামী ১৭ মে বুধবার সন্ধ্যায় ঝাউতলার অ্যানেক্স ফার্নিচার বিল্ডিং (৩য় তলা)য় মিঃ কার্টের উদ্বোধন করবেন স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও নগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ তাহসিন বাহার সূচনা।
মিঃ কার্ট এর যৌথ স্বত্তাধিকারী জোয়েনা খোকন ও মাসুদ খান। বিউটিশিয়ান জোয়েনা খোকন বলেন, সব ধরণের আয়োজনে নিয়ে ফ্যাশন সচেতন কিশোর ও তরুনদের জন্য আমাদের এই আয়োজন। সাশ্রয়ীমূল্য এখানে সেবা দেয়া হবে।
Leave a Reply