নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগর শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে
মঙ্গলবার কুমিল্লা আদালতের আইনজীবী সমিতির হল রুমে সংগঠনের সভাপতি এ এইচ এম তারিকুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আতাবুল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এর বিজ্ঞ বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল -মামুন, কুমিল্লার সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসাইন,সমাজ সেবা কার্যালয় কুমিল্লার উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান, কুমিল্লা আইনজীবি সমিতির সভাপতি এড.মোঃ শরিফুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগর শাখার আইনী সহায়তা প্যানেল এর প্রধান উপদেষ্টা এড.সৈয়দ নুরুর রহমান, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. মোঃ সহিদ উল্লাহ,বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর দপ্তর এর ডেপুটি গভর্নর মোস্তাক আহমদ ভূইয়া।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলজার হোসেন।
এসময় বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগর শাখার কাছ থেকে বিভিন্ন সময় আইনী সহায়তা পাওয়া শিশু নাবিলার মা সহ ভুক্তভোগীরা বক্তব্যে মানবাধিকার কমিশন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আতাবুল্লাহ মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী সকল বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, প্রতিটি মানুষ যদি তার অধিকার সঠিক ভাবে পেত তাহলে মানবাধিকার কমিশনের প্রয়োজন হত না।আমরা অনেকেই জানিনা আমাদের অধিকার সম্পর্কে।আমদের প্রতিটি মানুষের অধিকার সম্পর্কে জানতে পারলেই মানবাধিকার প্রতিষ্ঠা হবে। এ সময় তিনি বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগর শাখার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সুন্দর আয়োজনের জন্য।
অনুষ্ঠান শেষে মানবাধিকারে বিশেষ অবধান রাখায় গুনিজন সংবর্ধনা প্রদান করা হয়। নিউজ ডেস্ক জাগো কুমিল্লা
Leave a Reply