(মাহফুজ বাবু, কুমিল্লা)
কুমিল্লা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আদর্শ সদরের আমতলী এলাকায় অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন নারীর রাস্তার পাশে মেয়ে সন্তান প্রসব করার খবর পাওয়া গেছে। তবে রাস্তায় জন্ম নেওয় শিশুটির মা মানসিক ভারসাম্যহীণ হওয়ার কারণে তার পরিচয় বলতে পারছে না ।
শনিবার বিকাল সাড়ে ৩ টায় এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় লোকজনের সহযোগীতা পাশ্ববর্তী মহিলারা নবজাতকের মা কে প্রাথমিক সেবা দেন। খবর পেয়ে ছুটে আসেন নাজিরা বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান রুবেলসহ এস আই দয়াল, এএসআই নুরে আলম ছু্টে আসেন।
এ সময় স্থানীয় কয়েকটি হাসপাতালে এম্বল্যান্সের জন্য ফোন দেওয়া হয়। তবে এম্বল্যান্স আসতে নবজাতকে পুলিশের গাড়ি করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পুলিশের এমন মানবিক কর্মকান্ডে ধন্যবাদ জ্ঞাপন করে স্থানীয়রা। কালু মেম্বার এবং এপোলো ট্রেডার্স পাগলি ও শিশুটির সকল চিকিৎসা খরচ বহন করবে। বর্তমানে ক্যান্টনমেন্ট ময়নামতি জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। মা এবং নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন।
লাইভ ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন:
https://www.facebook.com/100011350486966/videos/772198666501809/
Leave a Reply