অনলাইন ডেস্ক:
কুমিল্লায় ফ্রিল্যান্সার ওমর ফারুকের হাত ধরে শত শত ফ্রিল্যান্সারদের সফলতায় আরো একধাপ এগিয়ে নিতে নতুন আঙ্গিকে উদ্বোধন হয়েছে ফিল্যান্সার শপের। শিক্ষার্থীদের ফিল্যান্সিং শিখার পাশা পাশি কম দামে ও গুনগত মান নিয়ে ফিল্যান্সিং কাজ করতে বিভিন্ন এক্সোসোসেরিজ নিয়ে এই আউট লেটের উদ্বোধন হয়েছে।
শনিবার সকাল ১১ টায় কুমিল্লা টমছমব্রিজ এলাকায় এক্সপার্ট আইটি পার্কের ২য়তলায় বিশিষ্ট কনটেন্ট ক্রিয়েটর ও নাটক অভিনেতা মোঃ শামীম আহমেদ ও এক্সপার্ট আইটি পার্কের মেন্টর ওমর ফারুক এবং শত শত ফিলান্সারদের নিয়ে ফিতা ও কেক কেটে দোয়ার মধ্য দিয়ে এই আউটলেটের উদ্বোধন করা হয়েছে।
এসময় অতিথিরা বলেন, ফিল্যান্সিং করার ক্ষেত্রে ভালো মানের একটি ল্যাপটপ বা কম্পিউটার প্রয়োজন। সে ক্ষেত্রে সঠিক মান পাওয়া কঠিন হয়ে পড়ে, আমাদের এই শপে সকল এক্সেসরিজ গুনগত মান নিয়ে ও ফ্রি সার্ভিসিংসহ এই ফিল্যান্সিং শপে সকলের জন্য সর্বচ্চো ছাড় দিয়ে সেবা দেয়া হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, ওমান ব্যবসায়ী ইয়াকুব হোসেন, সৌদি আরব প্রবাসী নুরুননবী, ভাইয়া গ্রুপ অব ইন্ডাটিজ একাউন্টেন্টের সিএ মাইন উদ্দিন, মন্তলী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মোঃ শামছুদ্দীন, এটুআই অ্যাম্বাসাডর ফখরুল জসীম প্রমূখ।
Leave a Reply