নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লায় গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সের বর্ষ সমাপনী উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার নগরীর বাদুরতলা কিউ আর টাওয়ারের গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সের কুমিল্লা রিজিওন অফিসে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস ই ভিপি ও হেড অব রিটেইল বিজনেস মাহমুদুর রহমান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস ভিপি ও হেড অব সেলস রিটেইল বিজনেস জাফর আহাম্মদ, এস ভিপি ও হেড অব ব্রাঞ্চ সার্ভিস এ কে এম সামিনুল ইসলাম,
গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স কুমিল্লা রিজিওন এর ভিপি ও আরবিডিএম মোস্তাক আহমেদ মোহন।
আরও উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সের
ট্রেইনার শফিকুল ইসলাম, রিজওনাল কো অর্ডিনেটর আফরোজা সুলতানা, কুমিল্লা বিশ্বরোড অফিসের ডেপুুটি রিজিওনাল ম্যানেজার শাহাদাত হোসেন, ডিআরএম আব্দুল আলীম, ডি আর এম মেহেদী হাসান, চাঁদপুর এরিয়া ম্যানেজার আরিফুল ইসলাম।
উক্ত সভায় সেরা বিক্রয় কর্মকর্তা হিসেবে ডেপুুটি রিজিওনাল ম্যানেজার শাহাদাত হোসেন ও আবদুল আলীমকে সম্মাননা প্রদান করেন এস ই ভিপি ও হেড অব রিটেইল বিজনেস মাহমুদুর রহমান খান।
দেশের সকল মানুষের আর্থিক নিরাপত্তা প্রদান করে সবার জন্যে বীমা নিশ্চিত করতে ১১ বছর আগে যাত্রা শুরু করে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড। এপেক্স, ব্র্যাক এবং স্কয়ার এর স্পন্সরে গঠিত গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সে দেশজুড়ে বর্তমান গ্রাহক সংখ্যা ১ কোটি ২০ লক্ষ এবং বীমা দাবি পরিশোধ হার শতকরা ৯৮ ।
Leave a Reply