প্রেস বিজ্ঞপ্তি:
বন্ধুত্বের বন্ধনকে আরো শক্তিশালী করতে আগামী ১৯শে মার্চ কোটবাড়ির দৃষ্টিনন্দন ‘স্বপ্নচূড়া রিসোর্ট’ এ আয়োজন করা হচ্ছে কুমিল্লা ০৭০৯ বন্ধুদের ২য় মিলনমেলা।
স্কুল-কলেজের বন্ধুদের সাথে দীর্ঘদিন পর দেখা হওয়া সহ আড্ডা ও নানান সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে যান্ত্রিক কোলাহল থেকে মুক্ত একটা দিন উপহার দেওয়া এর অন্যতম উদ্দেশ্য।
এছাড়া মিলনমেলার মাধ্যমে বন্ধুত্বের বন্ধনকে কাজে লাগিয়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজগুলো চলমান রাখা এই গ্রুপের প্রধান উদ্দেশ্য।
ইতিমধ্যে এই গ্রুপটি বিভিন্ন প্রশংসনীয় মানবিক কাজ করে আসতেছে গত দুই বছর ধরে।
অসুস্থ বন্ধুর চিকিৎসার ব্যবস্থা করা, শীতবস্ত্র বিতরণ, করোনাকালীন সময়ে সাধারণ মানুষদের সচেতন করা সহ কুমিল্লা শহরের বিভিন্ন জায়গায় সাবান ও মাস্ক বিতরণ তার মধ্যে উল্লেখযোগ্য।
উল্লেখ্য গত বছরের ৬ মার্চ ১ম মিলনমেলার আয়োজন করা হয়েছিলো।
সেখানে সারা বাংলাদেশের ০৭০৯ এর ৭০০ বন্ধু অংশগ্রহণ করে।
বন্ধুর সাথে বন্ধুর পথ, পাড়ি দিব হোক শপথ’- এই শ্লোগানকে ধারণ করে সারা বাংলাদেশের মতো কুমিল্লায় এসএসসি ২০০৭ ও এইচএসসি ২০০৯ ব্যাচের বন্ধুদের গত ২৬ জুলাই ২০১৯ সালে গঠিত হয় COMILLA- 0709 নামক ফেইসবুক গ্রুপ।
Leave a Reply