নিজস্ব প্রতিবেদক:
ফিউচার লিডার স্কলারশিপ ২০২৩ এর বৃত্তি প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এবারের আয়োজনে ২৭ টি স্কুলের ২ হাজার ৩ শ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে ১২৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
শুক্রবার বিকেলে নবাব ফয়জুন্নেছা স্কুল মিলনায়তনে লিডার স্কলারশিপের চেয়ারম্যান, ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষের সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালিমা গ্রুপের চেয়ারম্যান আবুল কালাম হাসান টগর। বিশেষ অতিথি ছিলেন নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের চেয়ারম্যান ফিউচার লিডার স্কলারশিপের উপদেষ্টা শাহ্ মুজিবুল হক, কুমিল্লা আইটি প্যালেসের প্রধান নির্বাহী নজরুল আমিন, কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুলের পরিচালক হাজী মো: মনজু, ফিউচার লিডার স্কলারশিপের সমন্বয়ক ইকরামুল হাসান ইথার ও পরীক্ষা নিয়ন্ত্রক ইয়াছিন নূর।
সঞ্চালক ছিলেন জয়নাল আবেদীন রনি, অনুষ্ঠান স্পন্সরে ছিলেন বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম,হালিমা গ্রুপ, আইটি প্যালেস।
উল্লেখ্য ২০১৬ সাল থেকে ফিউচার লিডার স্কলারশিপ কার্যক্রম ধারাবাহিক ভাবে চলছে।
Leave a Reply