অনলাইন ডেস্ক
হঠাৎ করে গরুর মাংসের দাম কেজি প্রতি ১০০ টাকা বাড়িয়ে দিয়েছিলেন রাজধানীর উত্তর শাহজাহানপুরের মাংস ব্যবসায়ী খলিলুর রহমান। তবে এ সিদ্ধান্ত থেকে তিনি পিছু হটেছেন। আগামী সাত দিন প্রতি কেজি গরুর মাংস ৫৯৫ টাকাতেই বিক্রির কথা জানিয়েছেন খলিল। সেইসঙ্গে নতুন মূল্যে গরুর মাংস বিক্রি করার কথা জানিয়েছেন রাজধানীর আরও দুই আলোচিত ব্যবসায়ী উজ্জ্বল ও নয়ন।
বাণিজ্য মন্ত্রণালয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে আজ রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তাঁরা।
এ সময় আলোচিত ব্যবসায়ীরা জানান, গরুর দাম বেশি হওয়ার কারণে তাঁদের নতুন দামে মাংস বিক্রি করতে হচ্ছে।
সংবাদ সম্মেলনে খলিল জানান, তিনি আগামী সাত দিন প্রতি কেজি গরুর মাংস ৫৯৫ টাকায় বিক্রি করবেন। তবে এই প্রথম সময় ও পশুর সংখ্যা নির্ধারণ করেছেন তিনি। জানান, প্রতিদিন ২০টি গরু বিক্রি করবেন। সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত মিলবে মাংস।
এদিকে মিরপুরের উজ্জ্বলও ৫৯৫ টাকায় প্রতি কেজি গরুর মাংস বিক্রি শুরু করেন। তবে এবার তিনি প্রতি কেজি মাংস বিক্রি করবেন ৬৩০ টাকায়। আর পুরান ঢাকার নয়ন বিক্রি করবেন ৬৫০ টাকায়। তবে মিশ্রিত মাংস বিক্রি করবেন ৬০০ টাকায়।
এর আগে এই মাংস ব্যবসায়ী ৫৭০ টাকায় মিশ্রিত মাংস বিক্রি করতেন।
সংবাদ সম্মেলনে ভোক্তার মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, অনলাইনে এসব বিক্রিত মাংস নিয়ে নানা ট্রল হচ্ছে। যা বিক্রেতাদের হতাশ করবে। তাঁদের বিক্রিত মাংস যদি খারাপই হতো তাহলে এত মানুষ লাইনে দাঁড়িয়ে এই মাংস কিনত না।
Leave a Reply