অনলাইন ডেস্ক:
অন্য শিল্পীর গান কাভার করে দারুণ সাড়া পাওয়া টুম্পা খান সুমি এবার এলেন মৌলিক গান নিয়ে। ‘অষ্টপ্রহর’ শিরোনামের গানটিতে তার গায়কীর শক্তিমত্তা টের পাওয়া যায়।
ঈদুল ফিতর উপলক্ষে প্রকাশ হওয়া গানটির স্টুডিও ভার্সানের ভিডিও দেখা যাচ্ছে অনলাইনে। ‘অষ্টপ্রহর’ লিখেছেন সারাজাত সৌম, সুর ও সংগীতায়োজন করেছেন ফরহাদ। আজব রেকর্ডসের ব্যানারে ইউটিউবে প্রকাশ হয়েছে গানটি।
‘অষ্টপ্রহর’ নিয়ে টুম্পা খান বলেন, ‘অনেক দিনের স্বপ্ন ছিল আমার নিজের গাওয়া গান হবে। সে স্বপ্ন পূরণ হলো। অন্যদের গান অনেক গেয়েছি। অনেক ভালোবাসা পেয়েছি। তবে এবার চাই নিজের গান দিয়ে শ্রোতাদের মনে ঠাঁই করে নিতে।’
টুম্পা অনেক দিন ধরেই ফেসবুক ও ইউটিউবে গিটার বাজিয়ে অন্যের গান নিজের কণ্ঠে তুলে ভালো পরিচিতি লাভ করেন। তবে সম্প্রতি আরমান আলিফের ‘অপরাধী’ গানটির কাভার করে অনলাইনে সাড়া ফেলে দেন। সেই খবর বাংলাদেশের পাশাপাশি ভারতের মিডিয়ায়ও প্রচার হয়।
এদিকে কিছুদিন আগে ‘ও মাই লাভ’ সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন টুম্পা। এতে তার সহশিল্পী ক্লোজআপ ওয়ান-খ্যাত কিশোর।
Leave a Reply